বাংলাহান্ট ডেস্ক : প্রতিশোধ নিতে মানুষ যে কোন পর্যায়ে পৌঁছতে পারে তার এক ভয়াবহ দৃষ্টান্ত সৃষ্টি করলো এক যুবক। পুলিশের ওপর প্রতিশোধ নিতে বাইকে আগুন, পাথর বৃষ্টি করে আবার পুলিশের হতেই ধরা পড়ল সেই যুবক। পুরো ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে দিল্লির খান মার্কেট অঞ্চলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সারা এলাকা জুড়ে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে খবর অভিযুক্ত বছর ২৩ এর যুবক নাদিম ওই এলাকায় খাবার ডেলিভারির কাজ করে । গত সোমবার সেই রকমই একটি হোটেল থেকে খাবার নিয়ে এক বাড়িতে সরবরাহ করতে গিয়েছিল নাদিম। কলিং বেল টিপে অপেক্ষা করছিলেন সেই বাড়ির দরজায়। তখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক মহিলা। সেই অঞ্চলের এদিক কাছাকাছি ছিল এক পুলিশ। সেখানে গিয়ে ওই মহিলা অভিযোগ করে যে নাদিম তার দিকে অশোভনীয় ভাবে তাকাচ্ছিল।
তার জেরে কর্তব্যরত এক পুলিশ গিয়ে নাদিমকে মারে এক চড়। ঘটনা সেখানেই থেমে যায় সেদিনের মত। সমস্যার সূত্রপাত সেদিন হলেও আসল ঘটনা ঘটে তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার। মঙ্গলবার নাদিম আবার সেই পুলিশর কাছে ফিরে আসে। সেখানে নিজের বাইকে সে নিজেই আগুন লাগিয়ে দেয় যা ছড়িয়ে পড়তে থাকে দ্রুত এবং ছড়িয়ে পড়ে পাশের এক আসবাবপত্রের দোকানেও। ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনে।
https://twitter.com/iAtulKrishan/status/1584838504378675201?s=20&t=z8nZjhodMgK9SdBIe6IXVg
তখন পুলিশ নাদিম কে ধরতে গেলে সে চিৎকার করতে থাকে ” পুলিশ কেন আমায় মারলো?” এবং পুলিশের দিকে লক্ষ্য করে একের পর এক পাথর ছুঁড়তে থাকে। নাদিমের পাথর বৃষ্টি এড়িয়ে গিয়ে পুলিশ কোনমতে তাকে ধরে ফেলে। বেশ কিছুক্ষণ ধরে নাদিম পুলিশের সাথে হাতাহাতি ধস্তাধস্তি চালায়। তারপর পুলিশ তাকে ধরে বেঁধে নিয়ে যায় থানায়। এই পুরো ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির খান মার্কেটে এলাকায়। কিন্তু নাদিম নিজের বাইকে নিজেই কেন আগুন লাগালো তার কোন স্পষ্ট কারণ পায়নি পুলিশ।