বাংলা হান্ট ডেস্কঃ প্রাইমারি টেট (Primary Tet) থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং অন্যান্য একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি। একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীরা হেফাজতে। এই পরিস্থিতিতে এদিন নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে চার্জশিট পেশ করল সিবিআই (CBI)। উক্ত চার্জশিটে শান্তি প্রসাদ সিনহা (Shanti Prasad Sinha), অশোক সাহার (Ashok Saha) মত মোট ১২ জনের নাম থাকলেও পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম না থাকায় ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময় একের পর এক নিয়োগ মামলায় শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহার মতো তৃণমূল নেতা মন্ত্রী এবং শিক্ষা আধিকারিকরা হেফাজতে।
এ সকল মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে বিতর্কর সৃষ্টি হয় সর্বত্র। যেভাবে পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী অফিসাররা, তাতে চক্ষু চড়ক গাছ হয়ে যায় সকলের। তবে এর মাঝে সম্প্রতি গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় চার্জশিটে পার্থের নাম থাকলেও নবম-দশম শ্রেণী নিয়োগ দুর্নীতি মামলায় কেন প্রাক্তন শিক্ষা মন্ত্রীর নাম নেই, তা নিয়ে চাঞ্চল্য পড়ে গেছে সর্বত্র।
এদিন আলিপুর আদালতে দুর্নীতি সংক্রান্ত একটি চার্জশিট পেশ করে সিবিআই। এক্ষেত্রে মোট ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে; যারা হলেন সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, পর্ণা বসু, সমরজিৎ আচার্য, ইমাম, রোহিত কুমার, আজাদ আলি, জুঁই দাস, প্রদীপ সিং, প্রসন্ন রায়।
উক্ত তালিকায় মোট ছয় জনকে প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করা হয়েছে। তবে এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম কেন নেই, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট ধারণা মেলেনি। তবে পরবর্তীতে সিবিআইয়ের তরফ থেকে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হলে সেখানে তাঁর নাম থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।