ভারতীয় নোটে গান্ধীর সঙ্গে থাকুক লক্ষ্মী, গণেশের ছবি! কেন্দ্রের কাছে আর্জি কেজরীবালের

বাংলাহান্ট ডেস্ক : নতুন পথে হেঁটে চমকে দিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বিজেপির (BJP) অস্ত্র দিয়েই এবার বিজেপিকে মাৎ করার রণকৌশল সাজালেন দিল্লির মুখ্যমন্ত্রী (CM of Delhi)। ভারতীয় নোটে এবার স্থান পাক লক্ষ্মী-গণেশের মুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে এমন দাবি জানালেন আপ (AAP) সুপ্রিমো।

কেজরিওয়ালের দাবি, এবার নতুন ভাবে যে সমস্ত নোট ছাপানো হবে, সেখানে একটি পিঠে থাকুক মহাত্মা গান্ধীর ছবি। আর অপর পিঠে আঁকা থাক লক্ষ্মী-গণেশের মুখ। তিনি মনে করেন, নোটে দেব-দেবীর ছবি থাকলে দেশের আর্থিক সম্বৃদ্ধি ঘটবে। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘অনেক সময়ই আমরা অনেক রকম চেষ্টা করি। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সাফল্য পাওয়া অসম্ভব। আর তাই প্রধানমন্ত্রীর (PM Modi) কাছে আমার অনুরোধ, গণেশ ও লক্ষ্মীর ছবি দিয়ে ছাপা হোক নতুন নোট।’ এখানেই থামেননি তিনি।

নিজের বক্তব্যের সমর্থনে তিনি যুক্তি দেন ইন্দোনেশিয়ার উদাহরণ টেনে। কেজরি বলেন, ‘ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশে গণেশের মুখ দেওয়া নোট রয়েছে। সেই দেশ পারলে আমরা কেন পারব না?’ চিঠিতে কেরজিওয়াল আরও উল্লেখ করেন, ডলারের তুলনায় ক্রমেই পিছিয়ে পড়ছে টাকার মান। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে ঈশ্বরের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন বলেই মনে করেন কেজরিওয়াল।

ধর্মীয় বিভেদের রাজনীতি করে বিজেপি। বিরোধীদের এমন অভিযোগের তিরে বারবারই বিদ্ধ হয়েছে গেরুয়া শিবির। এবার সেই অস্ত্রকেই কাজে লাগিয়ে মোদি সরকারের দিকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের মতো ধর্মনিরেপক্ষ দেশে তিনি ধর্মীয় পথেই বিজেপিকে পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Sudipto

সম্পর্কিত খবর