বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকেই আলিপুর চিড়িয়াখানায় হইহই, ব্যস্ততা। ‘বাবু’র ৩৪ বছরের জন্মদিন পালন হয়েছে এদিন। সেই উপলক্ষে চিড়িয়াখানায় এদিন হাজির হয়েছিলেন টলিপাড়ার দুই তারকা মীর আফসার আলি (Mir Afsar Ali) এবং স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ছিলেন বাবুর ‘দিদি’ সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) এবং সপ্তর্ষি মৌলিকও (Saptarshi Moulik)। তাঁরাই দত্তক নিয়েছেন বাবুকে।
ভাবছেন ‘বাবু’টা কে? সে বছর ৩৪ এর এক শিম্পাঞ্জি। সেই ১৯৯৮ সালে চেন্নাই থেকে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল বাবুকে। গত বছরেই তাকে দত্তক নিয়েছিলেন সোহিনী এবং সপ্তর্ষি। এদিন ৩৪ বছরে পা দিল বাবু। সেই উপলক্ষে বেশ বড়সড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে।
নিজের জন্মদিনে নিজেই অতিথিদের আমন্ত্রণ করেছিল বাবু। আর তার ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ তো এসেছিলেনই, হাজির হয়ে গিয়েছিলেন দুই বিশেষ সেলিব্রিটি স্বস্তিকা এবং মীর। বাবুর খাঁচার সামনে থেকে নড়তে দেখাই গেল না দুজনকে। হাসিমুখে দাঁড়িয়েছিলেন সোহিনীও।
এদিন চিড়িয়াখানা থেকে একটি ভিডিও শেয়ার করেছেন মীর। সেখানে চিড়িয়াখানার পশুদের দত্তক নেওয়ার ব্যাপারে জানান সোহিনী। তিনি জানান, ছোটবেলায় মায়ের সঙ্গে তিনি চিড়িয়াখানায় আসতেন। আর বাবুকে দেখেই ভালবেসে ফেলেছিলেন সোহিনী।
দর্শকদের কাছে তিনি বলেন, সবাই যদি চিড়িয়াখানার পশুদের দত্তক নেওয়ার জন্য এগিয়ে আসেন, আর্থিক সাহায্য পেলে তাহলে তাদের পরিস্থিতি আরো একটু ভাল হয়। মীরের ক্যামেরার সামনে বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানান স্বস্তিকাও।
লোকজনের সঙ্গ খুব ভালবাসে বাবু। আর এদিন এত লোকজনের ভিড় দেখে বাবুর উচ্ছ্বাসও ছিল দেখার মতো। এদিক থেকে ওদিক ছোটাছুটির সঙ্গে ফলমূলও দর্শকদের উদ্দেশে ছুঁড়ে দিয়েছে সে। সোহিনীর কথায়, এটাই তাঁর ভাইফোঁটা।