বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, অর্শদীপদের দুর্দান্ত পারফরম্যান্সে কারণে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। কিন্তু তাতেও পুরোপুরি স্বস্তি পাচ্ছে না ভারতীয় সমর্থকরা। পরবর্তী ম্যাচ খাতায়-কলমে অনেক দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। যদিও সেই ম্যাচ নিয়ে চিন্তা করছেন না ভারতীয় সমর্থকরা।
ভারতীয় সমর্থকদের মূল চিন্তার জায়গাটা হল বড় ম্যাচগুলোতে রোহিত শর্মা এবং লোকেশ রাহুল কেমন পারফরম্যান্স করতে পারবেন সেই নিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে দুজনেই অত্যন্ত খারাপ ভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। প্রস্তুতি ম্যাচ গুলিতে লোকেশ রাহুল ভদ্রস্থ পারফরম্যান্স করলেও তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
অপরদিকে অধিনায়ক রোহিত শর্মাও চূড়ান্তভাবে ধারাবাহিকতার অভাবে ভুগছেন। তিনি একটি ম্যাচে ভালো খেললে তারপর পরপর চার-পাঁচটি ম্যাচে নিজের সেরা ছন্দে খেলতে ব্যর্থ হচ্ছেন। ভারতীয় অধিনায়ক এহেন অফ ফর্ম নিঃসন্দেহে বড় ম্যাচ গুলির আগে ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে বাধ্য।
ভারতের পক্ষে আসল সমস্যার ব্যাপারটা হল যে প্রয়োজনে এই দুজনের জায়গায় অন্য কাউকে দলে আনা সম্ভব নয়। গ্রুপ বাকি দলগুলো পাকিস্তানের মতো শক্তিশালী না হলেও কাউকেই হালকা ভাবে নেওয়ার উপায় নেই। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এর মধ্যেই তিন-চারটে অঘটন দেখে ফেলেছে ক্রিকেট বিশ্ব। ভারতে এমন অঘটনের শিকার হোক এমনটা কেউই চাইবেন না।
নেদারল্যান্ডস বা বাংলাদেশ অপেক্ষাকৃত দুর্বল দল হলেও তাদের বিরুদ্ধে গ্রূপপর্বের খেলায় রোহিত শর্মা এবং লোকেশ রাহুল রান করুক এটাই প্রত্যাশা করবেন ভারতীয় সর্মথকরা। সে ক্ষেত্রে ভারত সেমিফাইনালে উঠলে দুই তারকা ক্রিকেটার মনে আত্মবিশ্বাস নিয়ে নকআউটে পারফরম্যান্স করতে পারবেন যেটা এইমুহূর্তে ভারতের আশু প্রয়োজন।