বাংলা হান্ট নিউজ ডেস্ক: সিডনিতে অনুশীলন সেরে অব্যবস্থার মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সূত্র মারফত পাওয়া খবর থেকে জানা গিয়েছে যে ভারতীয় ক্রিকেটাররা আশা করেছিলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনের পর তারা পেট ভরে খাওয়ার খেয়ে তারপর হোটেলে ফিরবেন। কিন্তু সেখানে খাবার হিসেবে রাখা ছিল শুধুমাত্র ঠান্ডা স্যান্ডউইচ এবং সামান্য কিছু ফল ফলাদি। কিছু ক্রিকেটার সেই খাবারই খেয়ে সাময়িকভাবে ক্ষুধানিবৃত্তি করেন কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ ক্রিকেটারই হোটেলে ফিরে ফের লাঞ্চ করেন। অনেকেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সামনে এই প্রশ্ন তোলা হলে তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে তিনি তেমন কিছু জানেন না। মঙ্গলবার অনুশীলন সেশনের পরে ভারতীয় খেলোয়াড়দের ঠান্ডা স্যান্ডউইচ এবং ফালাফেল (মশলা মাখা ছোলা বা অন্যান্য ডাল) পরিবেশন করা হয়েছিল এবং তাদের মধ্যে কেউ কেউ অফারটি প্রত্যাখ্যান করেছিল, এই খবর শুনেও সৌরভ খুব বেশি চিন্তিত নন।
কলকাতা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় গাঙ্গুলি বলেছেন, “<span;>আমি নিশ্চিত বিসিসিআই এটির সমাধান করবে।” এই বিষয় ছাড়াও বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের দুর্দান্ত জয় নিয়েও মুখ খুলেছেন সৌরভ। বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাঁচ রানের ব্যবধানে জয় পেয়েছে আয়ারল্যান্ড। তিনি জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন ইংল্যান্ড আবার স্বমহিমায় ফিরে আসবে।
ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের পরে হওয়া খাদ্য সংক্রান্ত অসুবিধা নিয়ে সরব হয়েছেন বীরেন্দ্র সেওবাগও। তিনি বলেছেন খেলার পাশাপাশি এই সব দিক দিয়েও ভারত বাকি দেশগুলো থেকে অনেক এগিয়ে গিয়েছে। অতিথি দলগুলির আপ্যায়ন এখানে কোন ত্রুটি রাখা হয় না।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে সেওবাগ লিখেছেন, “সেই দিন চলে গেছে যখন মনে করা হতো পশ্চিমের দেশগুলো অতিথি দেশগুলিকে সবচেয়ে ভালোভাবে আপ্পায়ন এবং যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থাপনার যোগান দিতে পারে। ভারতীয় দল সেই সমস্ত দেশগুলিকে আপ্যায়নের দিক দিয়ে অনেক পেছনে ফেলে এগিয়ে গিয়েছে এবং নতুন মাত্রা যোগ করেছে এই ক্ষেত্রে।”