বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালেই বড় ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। রজার বিনি যুগের প্রথম তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হতে চলেছে এই ঘোষণা। অনেকে এই পদক্ষেপকে যুগান্তকারী বলেও মন্তব্য করছেন। বিসিসিআই সচিব জয় শাহ আজ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা করেছেন। এই পদক্ষেপকে বৈষম্য মুছে ফেলার প্রথম পদক্ষেপ হিসেবে ঘোষণা করেছেন জয় শাহ।
এতদিন ভারতীয় ক্রিকেট মহিলা ক্রিকেটারদের পুরুষ ক্রিকেটারদের চেয়ে বেশ কিছু কম টাকা রোজগার করতেন। কিন্তু এবার সেই বৈষম্য ঘটতে চলেছে। বিসিসিআই নিজেদের ঘোষণায় জানিয়েছে এবার থেকে মহিলা ক্রিকেটার এবং পুরুষ ক্রিকেটারদের ম্যাচ প্রতি পারিশ্রমিকের অঙ্ক সমান হতে চলেছে।
জয় শাহ নিজের টুইটে বলেছেন, বৈষম্য মোকাবেলায় বিসিসিআইয়ের প্রথম পদক্ষেপ ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। আমরা আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের জন্য বেতন সাম্য নীতি বাস্তবায়ন করছি। আমরা ক্রিকেটে লিঙ্গ সমতার একটি নতুন যুগে
প্রবেশ করছি, যেখানে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি একই হবে। টেস্টে ১৫ লক্ষ, ওডিআইতে ৬ লক্ষ, টি-টোয়েন্টিতে ৩ লক্ষ টাকা আমাদের মহিলা ক্রিকেটারদের দেওয়া আমার প্রতিশ্রুতি এবং আমি তাদের সমর্থনের জন্য এপেক্স কাউন্সিলকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ।”
২০১৭ মহিলা ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল রানার্স-আপ হওয়ার পর থেকে দেশে ভারতীয় মহিলা ক্রিকেটের প্রতি আগ্রহ বেড়েছে। এরপর থেকে দল ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে এবং ২০২২ কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জিতেছে। কিছুদিন আগেই হরমনপ্রীতরা আবারও এশিয়া কাপের খেতাব জিতেছেন।
চলতি বছরের শুরুতে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও তাদের মহিলা ক্রিকেটারদের নিয়ে একই রকম সিদ্ধান্ত নিয়েছিল। তারাও ঘোষণা করেছিল যে মহিলা জাতীয় দল এবং ঘরোয়া মহিলা খেলোয়াড়রা পুরুষদের মতো একই ম্যাচ ফি পাবে। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভাতেও হয়তো একই রেফারেন্স অনুসরণ করা হয়েছে।