কাটমানি হিসেবে যায় ৭৫ শতাংশ টাকা, ২৫ শতাংশ দিয়ে কী কাজ হবে! বেফাঁস বড়ঞার ওসি

বাংলাহান্ট ডেস্ক : কাটমানি নিয়ে এবার প্রকাশ্য মঞ্চে বেফাঁস মন্তব্য করলেন মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি। তার মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চারদিকে। কাটমানি প্রসঙ্গে বড়ঞা থানার ওসি সন্দীপ সেন মন্তব্য করেছেন, গ্রামের কোনও কাজে প্রথমে টাকা দিতে হয় ঠিকাদারকে। তাহলে এবার আপনারাই বুঝুন কিভাবে কাজ হবে।

কালী পূজার একটি অনুষ্ঠানে এসে সন্দীপ সেন বলেন, ১০০ টাকার মধ্যে ৪০ টাকা লস করে রাস্তা তৈরি করা হবে। ২০ টাকা নিজেরা খাবে। কত হলো? ৬০ টাকা। ৪% দিতে হবে ব্লক অফিসে। ৬৪ হলো। ওসিদের আগে দিতে হয় ৫%। ৬৯ হল। অন্য কাউকে দেয় ৫%। ৭৫ ধরলাম। শেওরা অঞ্চলে ওই ২৫ টাকায় কি করে কাজ হবে? বুঝে নিন আপনারা। এগুলো বন্ধ করে দিয়েছি। শেওরা অঞ্চলের কন্ট্রাক্টর সেই অঞ্চলেই কাজ করবে। যদি দম থাকে তাহলে নিজে নিজে এলাকার কন্ট্রাক্টর নিজ নিজ এলাকাতেই কাজ করবে।”

jpg 20221027 140503 0000

কাটমানি নিয়ে সন্দীপ সেনের এই মন্তব্যের পর দেখা দিয়েছে বিতর্ক। সন্দীপ সেনের এই বক্তব্য কে নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন বিরোধীরা। সন্দীপ সেনের এই মন্তব্য প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, উর্দি পরে সরকারি আধিকারিক হিসেবে এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি ওসির। উনি কি তার বক্তব্যের প্রমাণ দিতে পারবেন? ওনার বিরুদ্ধে মামলাও তো হতে পারে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর