‘রাম-সীতার দেখানো পথই জীবনের সঠিক পথ’, হিন্দুধর্মকে স্তুতিবাক্যে ভরিয়ে দিলেন নিউইয়র্কের মেয়র

বাংলাহান্ট ডেস্ক : রাম-সীতার দেখানো পথেই সকলের চলা উচিত, তবেই আসবে জীবনে সফলতা। এমন মন্তব্য করে সকলকে চমকে দিলেন নিউইয়র্কের (New York) মেয়র এরিক অ্যাডামস (Erik Adams)। গোটা বিশ্বেই হিন্দু ধর্মের জয়জয়কার চলছে। বাদ নেই আমেরিকাও (America)। রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden) হোয়াইট হাউসে খুব ধুমধাম করেই পালন করলেন দীপাবলি। অপরদিকে ব্রিটেনের নবনির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) হাতে লাল তাগা বেঁধেই দিলেন প্রথম ভষণ।

কয়েকদিন আগে দীপাবলি উপলক্ষে ছুটি ঘোষণা করে নিউইয়র্ক। ধুমধাম করে পালিত হয় দীপাবলি। সেদিনই শহরের মেয়র এরিক অ্যাডমস বলেন, ‘আমরা আমাদের সন্তানদের দীপাবলির মাহাত্ম্য শেখাবো। দীপাবলি পালন করা মানে অন্তরের অন্ধকারকেও দূর করা।’ আর এদিনও এরিক রাম-সীতাকে স্তুতি বাক্যে ভরিয়ে দেন। এদিন তিনি বলেন, ‘চারিদিকে ভীষণ অন্ধকার। আমরা সেই সমস্ত জায়গাকে খুঁজে চলেছি যে জায়গাগুলি আমাদের পক্ষে খোঁজা সম্ভব নয়।’

দীবা বলি উপলক্ষে নিউইয়র্কে এদিন একটি বড় সভা অনুষ্ঠিত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নিউইয়র্কের মেয়র এরিক এ্যাডামস। তিনি সমস্ত আমেরিকায় প্রবাসী ভারতীয়কে দীপাবলির শুভেচ্ছা জানান। এই সভাতেই তিনি বলেন, ‘আসুন আমরে সবাই রামের মতো জীবন যাপন করি। সীতার মতো জীবন কাটাই। দীপাবলির শিক্ষাকে গ্রহণ করি। এই ছুটি যে কারণে সেটি উপলব্ধি করি। তবেই আমরা বুঝতে পারব আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।’

এরিক এই সভায় আরও বলেন, ‘দীপাবলি আমাদের খারাপের বিরুদ্ধে জয়লাভ করতে উৎসাহ দেয়। দীপাবলিই গভীর অন্ধকারের মধ্যে আলোর দিশা দেখাবে।’ জানা যাচ্ছে, এই সভায় মহাবাণিজ্য দূত রনধীর জয়সওয়াল, এবং নিউইয়র্ক এসেম্বলির সদস্য জেনিফার রাজকুমারও উপস্থিত ছিলেন।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর