কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, ঘোর বিপাকে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ

বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সম্পর্কে নিন্দনীয় মন্তব্য করায় পুলিশের কাছে অভিযোগ জানালেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। ৫ নভেম্বর কলকাতায় নবান্নে এসে বৈঠক করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর, তাঁর সঙ্গে থাকবেন প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকও।

তার আগেই তৃনমূলের একটি সভা থেকে নিশীথ প্রামাণিকের নামে আপত্তিকর মন্তব্য করেন উদয়ন। আর তার পরিপ্রেক্ষিতেই শংকর ঘোষ বৃহস্পতিবার বিকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শংকর ঘোষ জানিয়েছেন, উদয়ন গুহর বিতর্কিত মন্তব্যের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। একই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ গত বুধবার কোচবিহারের দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে একটি সভায় বক্তব্য রাখার সময় বলেন, নিশীথ প্রামাণিককে ভোটের পর আর এই এলাকায় দেখা যায়নি। পরবর্তী লোকসভা নির্বাচনের আগে নিশীথ প্রামাণিকের গোঁফ – দাড়ি ছিঁড়ে ফেলতে হবে।

jpg 20221028 122907 0000

এদিন শংকর ঘোষ উদয়ন গুহ সম্পর্কে বলেন, উদয়ন বাবুরা পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের বক্তব্যের মাধ্যমে দেশবিরোধী শক্তিকে উৎসাহিত করার চেষ্টা করছেন। এর ফলে সাধারণ মানুষের মনে সৃষ্টি হচ্ছে ভয়ের পরিবেশের। উদয়ন গুহর মতো পরিণত রাজনীতিবিদরা বারবার এই ধরনের বিতর্কিত মন্তব্য কেন করছেন তার অনুসন্ধানের প্রয়োজন। এরা পঞ্চায়েতকে একটি লুঠের জায়গা ভেবে নিয়েছে। ওদের লক্ষ্য যেমন করেই হোক পঞ্চায়েত দখল করতে হবে। বিধানসভার স্পিকার, রাজ্যপাল ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদয়ন গুহর মন্তব্যকে নিয়ে অভিযোগ জানাবো।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর