এক স্বামী দুই বউ, রাতভর স্বামীর দুই হাত ধরে চলল টানাটানি! নাটকীয় ঘটনা মালদায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এক ফুল দো মালি এই অবস্থা হলে যেমন হয় ঠিক সেই রকমই একটি নাটকীয় ঘটনার সাক্ষী রইল মালদা। এক স্বামীর দুই বউ। রীতিমতো স্বামীর দুই হাত দুই বউ ধরে রাতভর দড়ি টানাটানি খেলা খেললো তারা। এই নাটকীয় শোরগোলের মাঝে পড়ে উত্তেজনা সৃষ্টি হল সারা এলাকা জুড়ে।

ঘটনাটি ঘটেছে মালদার 14 নম্বর ওয়ার্ডের খয়রাতি অঞ্চলে। রাত বাড়ার সাথে সাথে হইহট্ট গোল উত্তরোত্তর বাড়তে থাকলে শেষ পর্যন্ত পুলিশ সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হয়। তবে ঘটনার সাময়িক বিরতি ঘটলেও এই ঘটনার পরবর্তীতে কি হতে পারে ও অতীতে কি কি হয়েছিল সেইসব এখন রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।

স্থানীয় সূত্রে খবর, দুই মহিলার স্বামী ইব্রাহিম শেখ নামক ওই ব্যক্তি বিহারের কাটিহার অঞ্চলের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। তিনি খয়রাতি অঞ্চলেরই বাসিন্দা । বেশ কয়েক বছর আগে ওই একই অঞ্চলের নিবাসী টিনা বিবির সাথে তিনি বৈবাহিক সূত্রে বাঁধা পড়েন। একটি কন্যা সন্তান রয়েছে তাদের। কিন্তু প্রায় ৪ বছর ধরে টিনা বেবি ও ইব্রাহিম শেখ একত্রে থাকেন না। টিনা বিবি তার শ্বশুরবাড়ি ও স্বামীর বিরুদ্ধে নানান কারণে একাধিক মামলা করেছেন এবং বর্তমানে সেই কারণেই তার মেয়েকে নিয়ে টিনা বিবি থাকেন তার বাপের বাড়িতেই। টিনা বিবির কৃত সবকটি মামলায় বর্তমানে বিচারাধীন অবস্থাতেই রয়েছে। ইতিমধ্যেই টিনা ও ইব্রাহিমের বিবাহ বিচ্ছেদের কথাও উঠেছে কিন্তু আইনিভাবে এখনো পর্যন্ত তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি। এমন সময়ে হঠাত ইব্রাহীম শেখ কাটিহারের বাসিন্দা এক যুবতী সাহেরা খাতুনকে শরীয়ত মতে বিবাহ করে নিয়ে আসে তার খয়রাতি পাড়ার বাড়িতে। আর নতুন বউকে ঘরে তুলতেই , ঘটনার সূত্রপাত ঘটে।

পুলিশ সূত্রে খবর , টিনা জানিয়েছেন ” ইব্রাহিমের সাথে আমার এখনো আইনি বিবাহ বিচ্ছেদ হয়নি এর মধ্যেই ও কি করে একটা নতুন মেয়েকে বিয়ে করে ঘরে তুলে আনলো? আমি ওর বিরুদ্ধে মামলা করেছি । সেখানেও সেই বিচার এখনো সম্পূর্ণ হয়নি। ওরা এক মাস সময় চেয়েছে। কিন্তু আমি ডিভোর্স চাইনা আমি সবসময় চাই ওর সাথে সংসার করতে। কিন্তু ওরাই আমার কাছ থেকে ৯০ হাজার টাকা দাবি করেছে। আমি ওকে ডিভোর্স দেবো না। পুলিশকে বাধ্য করতে হবে যাতে ও আমার সাথে সংসার করে।”

অপরদিকে নতুন বউ সাহেরা খাতুনের বক্তব্য, ” আমার স্বামী আমাকে বলেছিল ওর আগে বিয়ে হয়েছে আর ওর চার বছরের একটি সন্তানও রয়েছে কিন্তু ওর সাথে ওর বউয়ের তালাক হয়ে গিয়েছে। সেই কারণেই আমি ওকে বিয়ে করেছি। আর একবার যখন বিয়ে করেইছি তখন আমি ওর সাথে সংসার করবোই।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X