বাংলাহান্ট ডেস্ক : ব্রিটেনের (Britain) সিংহাসনে এখন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Suna)। এই ‘কীর্তি’ ঘিরে ভারতীয়দের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তবে শুধু ঋষিই নন, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে চর্চায় উঠে এসেছেন আরও এক ভারতীয় যুবক। তাঁর বয়স মাত্র ১৯। ঋষির কোর কমিটিতে জায়গা করে নিয়েছেন ঝাড়খণ্ডের যুবক প্রোজ্জ্বল পাণ্ডে।
সুনকের প্রচার দলে ৩০ জন সদস্যের কোর কমিটি রয়েছে। সেই কমিটিতেই জায়গা পেয়েছেন ধানবাদের সিন্দ্রির বাসিন্দা ওই যুবক। পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন প্রোজ্জ্বল। পড়াশোনার পাশাপাশি সমাজসেবার কাজেও নিজেকে উজাড় করে দেন তিনি। অর্থনীতি ও গণিতে তাঁর ভালো দখল রয়েছে। ব্রিটেনের রাজনীতিতে প্রোজ্জ্বলের উত্থান হয় ২০১৯ সালে। মাত্র ১৬ বছর বয়সে কনজ়ারভেটিভ পার্টিতে যোগ দেন প্রোজ্জ্বল। তার পর থেকেই এসেছে একের পর এক সাফল্য।
মাত্র ১৬ বছর বয়সেই রাজনীতির অঙ্ক কষে সাফল্যের মুখ দেখেন প্রোজ্জ্বল। ২০১৯ সালের মার্চ মাসে রেকর্ড ভোট পেয়ে ব্রিটেনের ইউথ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। নভেম্বর মাসে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে প্রথম বার বক্তৃতা দেন প্রোজ্জ্বল। প্রোজ্জ্বলের কাজ পছন্দ করেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। আর তাই চলতি বছরের অগস্ট মাসে যখন প্রধানমন্ত্রীর নির্বাচনের লড়াইয়ে শামিল হন ঋষি, সে সময় তাঁর ‘কোর ক্যাম্পেন’ দলে যোগ দেওয়ার জন্য প্রোজ্জ্বলকেও আমন্ত্রণ জানান হয়। সংবাদমাধ্যমের খবর, ঋষিকে বহু পরামর্শও দেন প্রোজ্জ্বল।
২০১৯ সালে ‘চেমসফোর্ড ইউথ স্ট্র্যাটেজি গ্রুপ’-এর ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন প্রোজ্জ্বল। অর্থনীতিতে তাঁর পারদর্শিতার স্বরূপ ২০২১ সালে ‘হার্ভার্ড ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এসে কনটেস্ট’-এ বিজয়ীর মুকুট ওঠে তাঁর মাথায়। ২০২০ সালে মাত্র ১৭ বছর বয়সে ‘এসেক্স ক্লাইমেট অ্যাকশন কমিশনে’র কো-চেয়ারম্যান পদে নিযুক্ত হন প্রোজ্জ্বল। জলবায়ু নীতি নিয়ে সে সময় অনেক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে কাজ করার সুযোগ পান ঝাড়খণ্ডের ওই তরুণ।