অবাক কান্ড! বিপদের আবহ তৈরি করেই ‘হাসছে’ সূর্য, নাসার ক্যামেরায় ধরা পড়ল বিরল ছবি

বাংলা হান্ট ডেস্ক: “পৃথিবীর সমস্ত শক্তির উৎস হল সূর্য” (Sun)। ছোটবেলায় এই লাইনটি আমরা সকলেই বইতে পড়েছি। অর্থাৎ, সূর্য ছাড়া কল্পনাও করা যায় না এই বিশ্বকে। কিন্তু, সেই সূর্যকেই এবার হাসতে দেখা গেছে। হ্যাঁ, প্রথমে এটা শুনে ভিরমি খাওয়ার উপক্রম তৈরি হলেও ঠিক সেইরকমই এক ঘটনার প্রসঙ্গ এবার সামনে এসেছে। সম্প্রতি, নাসা-র সোলার ডায়নামিক অবজারভেটরিতে একটি বিরল ছবি ধরা পড়েছে। যেখানে দেখা গিয়েছে, হাসির চোটে সূর্যের গালে ঠিক যেন টোল পড়ে গিয়েছে।

এমনকি, এই ছবি ইতিমধ্যেই ভাইরালও হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। তবে, সূর্যকে হাসতে দেখলেও এরই মধ্যে বিপদের আবহ পরিলক্ষিত করছেন বিজ্ঞানীরা। তাঁরা দাবি করেছেন যে, সূর্যের গালে দেখতে পাওয়া তিনটি কালো টোলের মধ্যেই লুকিয়ে রয়েছে বড় বিপদ। এমনকি, ওই অংশগুলি থেকে শক্তিশালী সৌর ঝড় বেরিয়ে আসছে বলেও দাবি করেছেন তাঁরা।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ২৯ অক্টোবর, অর্থাৎ শনিবার পৃথিবীর দিকে ওই সৌর ঝড় ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা। এদিকে, ওই সৌর ঝড় যদি পৃথিবীর উপরে আছড়ে পড়ে সেক্ষেত্রে ঠিক কতটা ক্ষতি হতে পারে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। যদিও, সৌর ঝড়ের চরিত্র অত্যন্ত জটিল হওয়ায় সেটি যেকোনো মুহূর্তেই বড় বিপদও ঘটাতে পারে।

এমনকি, ওই ঝড়ের প্রভাবে পৃথিবীর চৌম্বক অক্ষের উপরে প্রভাব পড়ার পাশাপাশি জিপিএস ও রেডিও তরঙ্গের উপরেও প্রভাব পড়তে পারে। এর পাশাপাশি, মোবাইল পরিষেবা ও সর্টওয়েভ রেডিও পরিষেবা বিঘ্নিত হওয়া ছাড়াও পৃথিবীর কক্ষপথে যেসব উপগ্রহ রয়েছে সেগুলি ধ্বংসও হতে পারে।

https://twitter.com/NASASun/status/1585401697819656193?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1585401697819656193%7Ctwgr%5Ec1bb51c39243d7a0bbd6097a82a89a17f98df91b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.moneycontrol.com%2Fnews%2Ftrends%2Fthe-sun-is-smiling-in-nasas-latest-pic-why-it-could-be-dangerous-for-earth-9407551.html

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সূর্যের বুকে যেসব কালো গর্ত দেখা যাচ্ছে তাদেরকে করোনাল হোল বলা হয়। এদিকে, ওই গর্ত থেকেই উৎপত্তি হয় সৌর ঝড়ের। মূলত, ওই জায়গাগুলি থেকেই মারাত্মক অতিবেগুনি রশ্মি নির্গত হয়। যা প্রবল ক্ষতির সম্ভাবনা তৈরি করে। এদিকে, সূর্যের ওই হাসিমুখের খবর প্রকাশ করেছে SpaceWeather.com। পাশাপাশি, ওই সাইটেও দাবি করা হয়েছে যে, সূর্যের মধ্যে থাকা গর্ত থেকেই বেরিয়ে আসছে একটি জটিল সৌর ঝড়। যার অভিমুখ রয়েছে পৃথিবীর দিকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর