বাঙালির তৈরি আইটি কোম্পানি কিনে নিচ্ছে আদানি গোষ্ঠী, ইতিমধ্যে স্বাক্ষর হয়েছে চুক্তিও

বাংলাহান্ট ডেস্ক : একজন বাঙালির তৈরি আট বছর পুরনো একটি আইটি সংস্থা কিনে নিতে চলেছে আদানি গ্রুপ। অংশুমান ভট্টাচার্যর তৈরি এই আইটি গ্রুপের নাম হল SIBIA এনালিটিক্স এন্ড কনসাল্টিং সার্ভিসেস। পশ্চিমবঙ্গের আইটি ক্ষেত্রে এটি একটি অতি গুরুত্বপূর্ণ খবর। কোম্পানি অধিগ্রহণ সংক্রান্ত সমস্ত চুক্তিপত্র স্বাক্ষর করা হয়েছে ইতিমধ্যেই। তবে এই লেনদেন ঠিক কত বড় অংকের আর্থিক বিনিময়ে ঘটতে চলেছে তা এখনো জানা যায়নি।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এসআইবিআইএ একটি এনালিটিক্স আর মেশিন লার্নিং সংস্থা। পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর এটি একটি অন্যতম বৃহৎ বিনিয়োগ হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। তাজপুরে গভীর পোর্ট অঞ্চলের পর এটি আদানি গ্রুপের দ্বিতীয় বিনিয়োগ। প্রসঙ্গত প্রায় আট বছর আগে বাঙালি কৃতি সন্তান অংশুমান ভট্টাচার্যের নেতৃত্বে এই আইটি কোম্পানি এসআইবিআইএ তৈরী হয়। যার প্রায় ৭১ শতাংশের ভাগীদার হলেন অংশুমান। বাকি অংশ অন্য এক ব্যক্তির ভাগে।jpg 20221028 193859 0000

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী , চলতি মাসের ১৪ তারিখ আদানি গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হয় এই সংস্থা। আগামী মাসের শেষের দিকে অর্থাৎ নভেম্বরেই সমস্ত লেনদেনের কার্য প্রক্রিয়া সম্পন্ন হবে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত এই কোম্পানির মালিক অংশুমান ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স -এ মাস্টার্স করেছিলেন। এনআইআইটি থেকে কম্পিউটার প্রোগ্রামিং এ ডিপ্লোমা করেছিলেন তিনি। সিম্ফনি , কগনিজেন্ট , উইপ্রো ইত্যাদি বৃহৎ বৃহৎ সংস্থায় তিনি ছিলেন উচ্চপদস্থ কর্মচারী। তারপর তিনি এই সংস্থা স্থাপনা করেন বর্তমানে এতে ৩৫ জন মতন কর্মচারী রয়েছে। গত আট বছরে স্পেন্সার্স পেডিলাইট , এক্সাইড, ইমামি , এশিয়ান পেইন্টস, বার্জার ইন্ডিয়া ইফতারি সংস্থাগুলিকে পরিষেবা দিয়েছে এই এসআইবিআই এ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর