বাংলাহান্ট ডেস্ক: সেলিব্রিটিদের জীবনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে ট্রোলিং (Troll)। কোনো ভাল কাজ করলেও নেতিবাচকতা বুমেরাং হয়ে ফিরে আসে তাদের দিকে। তরুণ তরুণী থেকে বর্ষীয়ান সেলিব্রিটি, কেউই রেহাই পাচ্ছেন না ট্রোল সংষ্কৃতি থেকে। এবার এর শিকার হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।
নতুন প্রজন্মের প্রতিভাদের মধ্যে দিতিপ্রিয়া অন্যতম নাম। শিশুশিল্পী হিসাবে কেরিয়ার শুরু হয়েছিল তাঁর। খুব ছোট বয়স থেকে ক্যামেরার সামনেই থেকেছেন তিনি। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেছেন দিতিপ্রিয়া। তবে তিনি জনপ্রিয়তার চূড়ায় ওঠেন ‘করুণাময়ী রাণী রাসমণি’র দৌলতে। তারপর থেকে বড়পর্দা আর ওয়েব সিরিজেই দেখা যাচ্ছে তাঁকে।
মাস কয়েক আগেই ২০ তে পা দিয়েছেন দিতিপ্রিয়া। এত কম বয়সে পাহাড় প্রমাণ জনপ্রিয়তা পাওয়া যে চাট্টিখানি কথা নয় তা সকলেই স্বীকার করবেন। কিন্তু খ্যাতি বদলাতে পারেনি দিতিপ্রিয়াকে। জন্মদিনে কয়েকজন দুঃস্থ শিশুকে নিয়ে জন্মদিন পালন করেছিলেন তিনি। ভাইফোঁটাতেও তেমনি একটি আয়োজন করেছিলেন অভিনেত্রী।
টালিগঞ্জের বস্তি এলাকার কিছু শিশুকে এদিন ভাইফোঁটা দিয়েছেন দিতিপ্রিয়া। নিজের গাড়ি করে তাদের বাড়ি থেকে ফ্ল্যাটে নিয়ে আসা থেকে ভাইফোঁটার পর ফের তাদের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার সবটাই করেছেন অভিনেত্রী। ফ্ল্যাটের নীচে পার্কিং স্পেসের একধারে ফোঁটার অনুষ্ঠান আয়োজন করেছিলেন তিনি।
ভাইদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খাইয়ে তাদের হাতে উপহারও তুলে দিয়েছেন দিতিপ্রিয়া। তাঁর এই উদ্যোগ নিয়ে প্রশংসার বন্যা বয়েছিল নেটমহলে। কিন্তু সেই প্রশংসা নিন্দায় বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। আসলে ফ্ল্যাটের বদলে পার্কিং স্পেসে ওই শিশুদের বসিয়ে ভাইফোঁটা দেওয়াটা অনেকেরই চোখে লেগেছে।
https://www.instagram.com/p/CkOK6skLP55/?igshid=YmMyMTA2M2Y=
একজন লিখেছেন, ‘বাড়িতে নিয়ে গিয়েও ফোঁটা টা দিতে পারতে।’ আবার কেউ কটাক্ষ করেছেন, ভাই বলেই যদি ডেকেছেন তাহলে ঘরে না নিয়ে গিয়ে বাইরে বসিয়ে ফোঁটা দিলেন কেন? আসলে সবটাই প্রচারের আলোয় আসার জন্য। আদৌ তিনি কোনো বড় মাপের মানুষ নন। ক্রমাগত ট্রোলের মুখে পড়ে শেষমেষ কমেন্ট সেকশনটাই বন্ধ করে দিয়েছেন দিতিপ্রিয়া।