বাংলাহান্ট ডেস্ক: দেড় বছর আগে বাংলা সিরিয়ালের (Serial) জগতে পথচলা শুরু করে এক নতুন সিরিয়াল। বাঙালির চিরন্তন প্রিয় মিষ্টিকে নিয়ে একটা আস্ত সিরিয়াল তৈরি হয়ে যায়, ‘মিঠাই’ (Mithai)। কখন যে দর্শকরা তুফানমেল আর উচ্ছেবাবুকে ভালবেসে ফেলে তা তারা নিজেরাও হয়তো বুঝতে পারেনি। জনাইয়ের মিষ্টি মেয়ে আর দাদুর রাগী নাতির জুটি ছক্কার পর ছক্কা হাঁকিয়েছিল টিআরপি তালিকায়।
৫৬ বার বাংলা সেরা হয়ে রেকর্ড গড়েছিল মিঠাই। সেই সুসময় অবশ্য অনেক দিন হল অস্তগত হয়েছে। সিরিয়ালের নিয়ম মেনেই সময়ের সঙ্গে সঙ্গে কমেছে টিআরপি। তবুও অন্যান্য সিরিয়ালগুলি যেখানে মাস কয়েক পরেই সেরা দশের তালিকা থেকে ছিটকে যায়, সেখানে মিঠাই দেড় বছর ধরে ভাল টিআরপি ধরে রেখেছিল।
সম্প্রতি নতুন সিরিয়াল আসায় এতদিনের বাঁধাধরা রাত আটটার স্লট ছেড়ে দিতে হয়েছে মিঠাইকে। তার বদলে সন্ধ্যা ছটায় দেখা যাবে মিঠাই। সেই সঙ্গে বেশ কিছু বদলও আসছে সিরিয়ালে। আগেই শোনা গিয়েছে, বেশ কয়েক বছরের লিপ নেবে মিঠাইয়ের গল্প। সেই সঙ্গে দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র দাদাই আর ঠাম্মিই নাকি বিদায় নেবে সিরিয়াল থেকে।
সময়ের সঙ্গে সঙ্গে বদল হবে সিড মিঠাই সহ অন্য চরিত্রগুলোরও। সিরিয়ালের বিভিন্ন ফ্যানপেজে খবর ঘোরাঘুরি করছে, সিড মিঠাইয়ের নাকি এক পুত্রসন্তান হবে। জুনিয়র উচ্ছেবাবুর চরিত্রে কে অভিনয় করবে তারই খোঁজ নাকি চলছে এখন।
এও শোনা যাচ্ছে, সিড মিঠাইয়ের ছেলের ভূমিকায় দেখা যেতে পারে ‘রাখি বন্ধন’ সিরিয়ালের সোহম বসু রায়চৌধুরীকে। ছোট্ট সোহম অবশ্য এখন অনেকটাই বড়। সিদ্ধার্থ মিঠাইয়ের চরিত্রে তাঁকেই দেখা যাবে কিনা সেটা অবশ্য এখনো সঠিক ভাবে জানা যায়নি। সবটাই রয়েছে গুঞ্জনের পর্যায়ে। সিরিয়াল এগোনোর সঙ্গে সঙ্গে পরিস্কার হবে পুরোটা।