বিশ্বাস স্বরূপম! বিশ্বের সবচেয়ে লম্বা ৩৬৯ ফুট শিব মূর্তির উদ্বোধন আজই, রাতের অন্ধকারেও দেখা যাবে এই ভাস্কর্য

বাংলাহান্ট ডেস্ক : রাজস্থানের (Rajasthan) রাজসমন্দ জেলার নাথদ্বার শহরে তৈরি হয়েছে ৩৬৯ ফুট লম্বা শিব মূর্তি। এই মূর্তির নাম বিশ্বাস স্বরূপম (Biswas Swaroopam)। আজ শনিবার এই মূর্তি উদ্বোধন করা হবে। দাবি করা হয়েছে, এটি বিশ্বের সবথেকে বড় শিবমূর্তি। মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot), স্পিকার সিপি জোশী উপস্থিতিতে এটির উদ্বোধন করবেন পদ্মম সংস্থার প্রধান। উদয়পুর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই বিশালাকৃতির শিব মূর্তি।

সংস্থার স্ট্রাস্টি ও মিরাজ গ্রুপের চেয়ারম্যান মদন পালিওয়াল বলেন মূর্তিটি উদ্বোধনের পর  ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর ৯ দিন ধরে ওই এলাকায় ধর্মীয় অনুষ্ঠান, আধ্যাত্মিক ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ধর্ম প্রচারক মোরারি বাপুও ৯ দিন ধরে মূর্তি সংলগ্ন এলাকায় রাম-কথা পাঠ করবেন বলে জানা যাচ্ছে। মূর্তি উন্মোচন হতে পারে তাঁরই হাতে। পালিওয়াল জানান, শ্রীনাথজি শহরে স্থাপিত ভগবান শিবের মূর্তিটি পর্যটক ও তীর্থ যাত্রীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। ৫১ বিঘা জমি ওপর একটি পাহাড়ের চূড়ায় মূর্তিটি তৈরি করা হয়েছে। এটি প্রায় ২০ কিলোমিটার দূর থেকে এটি দেখা যায়। মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি রাতেও স্পষ্ট দেখা যায়।

সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এটি বিশ্বের সবথেকে লম্বা শিবমূর্তি। ভক্তদের জন্য সিঁড়ি ও লিফটের ব্যবস্থা রয়েছে। মূতির ভিতরে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এটি নির্মাণের জন্য তিন হাজার টন ইস্পাত, আড়াই লক্ষ ঘনটন কংক্রিট, বালি ব্যবহার করা হয়েছে। তৈরি করতে সময় লেগেছেন প্রায় ১০ বছর। এটির ভিত্তি প্রস্তর স্থাপনের সময়ও অশোক গেহলট মুখ্যমন্ত্রী ছিলেন। উদ্বোধনের সময়ও তিনিই রাজস্থানের মুখ্যমন্ত্রী। তিনি জানান এই মূর্তিটি এতটাই শক্তপোক্ত যে ২৫০ কিলোমিটার বেগে ঝড় হলেও মূর্তিটির বিন্দুমাত্র কোনও ক্ষতি হবে না। মূর্তিটি ডিজাইন করা হয়েছে অস্ট্রেলিয়ার উইন্ড টানেল টেস্ট থেকে।

সংস্থার তরফ থেকে জানান হয় আগামী দিনে মূর্তির চারপাশে বেশ কিছু বিনোদনমূলক ক্রীড়ার ব্যবস্থা করা হবে। বাঞ্জি জাম্পিং, জিপ লাইন, গো-কার্টের ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে। ফু়ড কোর্ট, অ্যাডভেঞ্চার পার্ক আর থাকবে জঙ্গল ক্যাফে। আগামী দিনে পর্যটকদের ভীড় বাড়বে বলেই দাবি কর্তৃপক্ষ।

Sudipto

সম্পর্কিত খবর