মাথায় হাত ইলন মাস্কের! বহিষ্কৃত তিন কর্তাকে ১০০৪ কোটি ক্ষতিপূরণ, দিতে হবে আরো ৫৩৫ কোটি টাকা

বাংলা হান্ট ডেস্কঃ বহু টালবাহানার পর সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘টুইটার’ (Twitter) অধিগ্রহণ করার মাধ্যমে নয়া মালিক হন ইলন মাস্ক (Elon Mask)। এরপর থেকেই একের পর এক অভূতপূর্ব সিদ্ধান্তের মাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে।

উল্লেখ্য, টুইটার অধিগ্রহণের পর ইতিমধ্যে শীর্ষ তিন অধিকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছেন ইলন মাস্ক। তারা হলেন টুইটার প্ল্যাটফর্মের সিইও পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক আধিকারিক নেড সেগাল এবং নীতি ও আইন বিষয়ক প্রধান গাড্ডে। যদিও এর মাঝে ইতিমধ্যে বড় খবর সামনে আসছে, এক্ষেত্রে তিন প্রধান আধিকারিককে সংস্থা থেকে সরিয়ে দেওয়া হলেও তাদেরকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে বাধ্য ইলন মাস্ক।

এক্ষেত্রে ১২.২০ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১০০৪ কোটি টাকা দিতে হবে টুইটার মালিককে। প্রসঙ্গত, টুইটার অধিগ্রহণের পর উক্ত তিন ব্যক্তির বিরুদ্ধে টুইটারে জাল একাউন্টের সংখ্যা প্রসঙ্গিত বিষয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ সামনে আনেন ইলন মাস্ক।

যদিও এক্ষেত্রে সূত্র মারফত জানা যাচ্ছে, পরাগ আগরওয়ালের ‘গোল্ডেন প্যারাসুট’ নামক একটি কোম্পানির ক্ষেত্রে ৪৭২.৫ কোটি, সেগালের প্রায় ৩৭০ কোটি এবং গাড্ডের কোম্পানির ক্ষেত্রে ১৫৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে টুইটার মালিককে। বলে রাখা ভালো, অতীতে ‘গোল্ডেন প্যারাসুট’ কোম্পানি এবং শীর্ষ আধিকারিকদের মধ্যে একটি চুক্তি হয়েছিল, সেখানে পরিষ্কার বলা হয়, যদি কখনো কোম্পানি থেকে তাদেরকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়, তবে ক্ষতিপূরণ হিসেবে মোটা টাকা দাবি করা হবে। সেই প্রসঙ্গেই ইতিমধ্যে তিন প্রধান আধিকারিককে হাজার কোটির অধিক মূল্য দিতে হতে চলেছে।

Elon Musk Twitter

পাশাপাশি অন্যান্য একাধিক খাতে শেয়ার বাবদ আরও ৫৩৫ কোটি টাকা দিতে হবে টুইটার মালিককে। এই খাতে গাড্ডে পেতে চলেছেন ২৮৬.৩৬ কোটি টাকা (আনুমানিক)। অপরদিকে সেগাল এবং পরাগ আগরওয়ালের প্রাপ্য যথাক্রমে ১৮১ কোটি এবং প্রায় ৭০ কোটি টাকা। প্রসঙ্গত, রাজস্থানের বাসিন্দা পরাগ আগরওয়াল বিগত বেশ কয়েক মাস ধরেই টুইটারের সিইও পদে নিযুক্ত ছিলেন। তবে বর্তমানে তাদেরকে পদ থেকে বরখাস্ত করা হলেও ইতিমধ্যে ক্ষতিপূরণ বাবদ মোটা অঙ্কের টাকা সকলে পেতে চলেছেন বলেই আপাতত জানা গিয়েছে।

Sayan Das

সম্পর্কিত খবর