বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রযুক্তির ওপর ভর করে এমন কিছু জিনিস তৈরি করা হচ্ছে যা কয়েক বছর আগে পর্যন্ত রীতিমতো কল্পনাও করা যেত না। যদিও, সেইসব জিনিস মানুষের জীবনযাত্রাকেও আরও সহজ করে তুলছে। এমতাবস্থায়, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রোবোটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি এমন জুতো তৈরি করেছে যেটি পরার পর হাঁটার গতি এক লাফে ২৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, ইতিমধ্যেই জুতোটি “বিশ্বের দ্রুততম জুতো” (World’s Fastest Shoe)-র তকমা পেয়েছে বলেও জানা গিয়েছে।
“Moonwalkers Shoes” নামের ব্যাটারি চালিত ওই জুতো দেখতে অনেকেটা স্কেটের মত। সর্বোপরি, এই জুতোটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং অ্যালগরিদম দ্বারা চালিত হয়। এই প্রসঙ্গে কোম্পানি জানিয়েছে যে, এই জুতো পরে খুব সহজেই হাঁটা যায়। শিফট রোবোটিক্স নামে একটি কোম্পানি এই অভিনব জুতোর আবিষ্কার করেছে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের একটি সহায়ক কোম্পানি হিসেবে বিবেচিত হয়। মূলত, ওই জুতোর একটি স্ট্র্যাপ-অন ডিজাইন রয়েছে। যা যে কোনো জুতার সাথে ব্যবহার করা যায়।
এদিকে, শিফট রোবোটিক্সের প্রতিষ্ঠাতা এবং সিইও জুনজি ঝাং গত সপ্তাহে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে জানিয়েছেন যে, “মুনওয়াকার স্কেট নয় বরং জুতো। এটি বিশ্বের দ্রুততম জুতো। এটি কিভাবে ব্যবহার করতে হয় তা আপনাকে শিখতে হবে না, বরং এই জুতোটি আপনার কাছ থেকে শেখে।”
Gizmodo-র মতে, ওই জুতোতে স্কেটের মতই ৮ টি পলিউরেথেন চাকা আছে। এই চাকাগুলি খুব ছোট এবং সেগুলি এক লাইনেও থাকে না। পাশাপাশি, জুতোটি একটি ৩০০ ওয়াটের বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এই জুতো চলাচলের সময়ে ব্যবহারকারীর পদক্ষেপকে অনুসরণ করে এবং অ্যালগরিদম গতি নিয়ন্ত্রণ করে।
এমতাবস্থায়, শিফট রোবোটিক্স কোম্পানি দাবি করেছে যে, “Moonwalkers Shoes” ব্যবহারকারীর হাঁটার গতি ২৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়। এদিকে, সিঁড়িতে ব্যবহারের জন্য জুতোতে বিশেষ ব্যবস্থা রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, শুকনো রাস্তায় এসব জুতার ব্রেক দূরত্ব প্রায় ২ ফুট। পাশাপাশি, নিউইয়র্ক পোস্টের মতে, কিকস্টার্টার ক্যাম্পেনের অধীনে এই জুতো বাজারে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। এমতাবস্থায়, এগুলির দাম নির্ধারণ করা হয়েছে ১,৩৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় যা ১,১৫,৩৩২ টাকা)। পাশাপাশি, জুতোটির ডেলিভারি ২০২৩ সালের মার্চ মাস থেকে শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।