বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে ভারতীয় দল টানা দুটি ম্যাচ জিতে নিজেদের অভিযান শুরু করেছে। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। দুটি ম্যাচেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছে। ব্যাট হাতে নিজের সেরা ছন্দ খুঁজে না পেলেও এখনও তার নেতৃত্বে কোনও ফাঁক চোখে পড়েনি।
রোহিত শর্মা একমাত্র ক্রিকেটার যিনি ভারতের হয়ে প্রত্যেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। এই প্রথমবার তিনি অধিনায়ক হিসেবে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছেন। বিষয়টি তার কাছে অত্যন্ত গর্বের বলেও মন্তব্য করেছেন তিনি।
গত প্রায় একবছর ধরে তিনি ভারতের তিন ফরম্যাটের পূর্ণদৈর্ঘ্যের অধিনায়ক। তার নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তবুও বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতকে নেতৃত্ব দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার তার চোখ মুখের অভিব্যক্তিই বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছিল।
এবার ভারত অধিনায়ক হিসেবে তার ওপর নিজের ভরসার কথা ব্যক্ত করলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, “রোহিত শর্মা জানেন কিভাবে দলকে বড় টুর্নামেন্ট জেতাতে হয়। ও জানে কিভাবে ট্রফি জিততে হয়। পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে। আশা করি ও ভারতকে এবার বিশ্বকাপ জেতাবে।”
অনেকেই অবশ্য মনে করছেন রোহিত শর্মার প্রশংসা করার ছলে, সৌরভ আসলে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ব্যঙ্গ করেছেন। এই কারণে এই মন্তব্যের পর তাকেও সোশ্যাল মিডিয়ায় আক্রমন করেছেন অনেকে।