বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান করতে ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা। বিরাট কোহলির বদান্যতায় সে যাত্রা রক্ষা পেয়েছিল ভারতীয় দল এবং একটি স্মরণীয় জয় খুশি করেছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। যদিও পাকিস্তানের বিরুদ্ধে রান করতে পারেননি কিন্তু দুর্বল নেদারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ছন্দ ফিরেছিলেন রোহিত শর্মা।
বৃহস্পতিবার ব্যাট হাতে রোহিত শর্মা শুরুর দিকে কিছুটা নড়বড়ে ছিলেন। দুই বার তার ক্যাচও ফেলেন ডাচ ফিল্ডাররা। কিন্তু ক্রমে ক্রমে ফ্রিজের সময় কাটিয়ে নিজের ছন্দ ফিরে পান রোহিত এবং বেশকিছু দৃষ্টিনন্দন শট খেলে ৩৬ বলে নিজের অর্থশতরানটি সম্পন্ন করেন।
৩৯ বলে ৫৩ রান করে সেদিন আউট হয়েছিলেন রোহিত। মেরেছিলেন ৪টি চার ও ৩টি ছক্কা। ঐদিন যুবরাজ সিংকে টপকে গেছেন রোহিত। এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে একজন ভারতীয় হিসেবে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটি ছিল যুবরাজের নামে। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনটি ছক্কা মেরে এখন যুবিকে টপকে গেছেন হিটম্যান।
এইমুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার ছক্কা সংখ্যা ৩৪। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ ছক্কা মারার বিশ্বব্যাপী ব্যাটারদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। তার সামনে রয়েছেন শুধুমাত্র ক্রিস গেইল। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি মোট ৬৩টি ছক্কা মেরেছেন।
ক্রিস গেইলের এই রেকর্ডটি ভাঙ্গার আর কোনও সম্ভাবনা নেই রোহিতের পক্ষে। চলতি বিশ্বকাপ এবং তার পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ কি খেলেও ২৯টি ছক্কা মারা তার পক্ষে সম্ভব হবে এমনটা তার অতি বড় ভক্ত দাবী করবেন না। কিন্তু আর মাত্র পাঁচটি ছক্কা মারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কা মারার রেকর্ড গড়ে ফেলবেন তিনি। আপাতত ৪৯৫ ছক্কা নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত। এই তালিকা তো প্রথম স্থানে ক্রিস গেইল। টেস্ট ওডিআই এবং টি-টোয়েন্টি মিলিয়ে তার মারা ছক্কার সংখ্যা ৫৫১।