বোল্টদের আগুনে বোলিংয়ে ভস্ম শ্রীলঙ্কা! নিউজিল্যান্ড নয়, গ্লেন ফিলিপসের কাছে ২ রানে হারলো দ্বীপরাষ্ট্র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গ্লেন ফিলিপসের শতরানের পর বোল্টের আগুনে বোলিং। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিলো নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের সামনে নাস্তানাবুদ হয়েছিলেন নিউজিল্যান্ডের বাকি ব্যাটাররা। কিন্তু কিউইদের ডুবন্ত তরীকে কিনারায় এনে দাঁড় করিয়েছিলেন গ্লেন ফিলিপস। পুরোপুরি একার হাতে দলকে জেতার মতো জায়গায় পৌঁছে দিয়েছিলেন তিনি।

উল্টোদিকে শ্রীলঙ্কার রণনীতিতেও কিছু ভুল ছিল। চার উইকেট তোলার পর তারা নিউজিল্যান্ডের বাকি ব্যাটারির লাইন আপকে খুব একটা আক্রমণ না করে একটু উপর রক্ষণাত্মক রণনীতি নিয়েছিলেন। সেই সুযোগটাকেই পুরোপুরি কাজে লাগিয়েছেন গ্লেন ফিলিপস। ৬৪ বলে ১০৪ রান তিনি করেছেন ঠিকই, কিন্তু তার ক্যাচ ফেলে তার কাজটা কিছুটা সহজ করে দিয়েছিলেন শ্রীলঙ্কার ফিল্ডাররা।

glenn phillips

এরপর শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে শুরুতেই বিশ্রী অবস্থায় পড়ে যায়। নিউজিল্যান্ডের দুই তারকা ফাস্ট বোলার সাউথি এবং বোল্টের দাপটে মাত্র ৮ তাদের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। বল হাতে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন ট্রেন্ট বোল্ট।

এরপর ব্যথাতে কিছুটা পাল্টা লড়াই করার চেষ্টা করেন ভানুকা রাজাপক্ষ (৩৪) এবং শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা (৩৫)। কিন্তু সেই ইনিংস দুটি তাদের জয় পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। আগের দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কার্যত মার্কাস স্টোইনিসের একার ব্যাটে হার মানতে হয়েছিল শ্রীলঙ্কাকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও চিত্রটা একই রকম রয়ে গেল।

শেষপর্যন্ত ৪ বল বাকি থাকতেই ১০২ রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। প্রত্যেক কিউয়ি বোলার আজকে উইকেট পেয়েছেন। ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে সামিল হয়ে গিয়েছেন বোল্ট। ২টি করে উইকেট নিয়েছেন স্যান্টনার ও সৌধি। ১টি করে উইকেট পেয়েছেন সাউদি ও লকি ফার্গুসন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর