বাংলাহান্ট ডেস্ক: এক বছরের অপেক্ষা শেষে দর্শকদের জন্য মুক্তি দেওয়া হয়েছে ‘রাম সেতু’ (Ram Setu)। লাগাতার কয়েকটি ফ্লপের পর অক্ষয় কুমারের (Akshay Kumar) এই ছবির দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। কারণ এই ছবির উপরেই অক্ষয়ের স্টারডমের অনেকটাই নির্ভর করছিল। দিওয়ালি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাম সেতু।
অন্য সময় হলে হলিডে রিলিজের সুযোগ নিয়ে খুব সহজেই ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলত ছবিটি। কিন্তু এখন বলিউডের পরিস্থিতি অন্য রকম। ১০০ কোটি তুলতেও কালঘাম ছুটে যাচ্ছে তাবড় সুপারস্টারদের। এখন ৫০ কোটির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছে রাম সেতু।
এ তো গেল বক্স অফিস সংগ্রহের কথা। অভিনেতা অভিনেত্রীরা নিজেদের পকেটে কত ঢোকালেন? রাম সেতু ছবিটি তৈরি হয়েছে প্রায় ১৪০-১৫০ কোটি টাকায়। ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচা, সত্যদেব কাঞ্চরানা, জেনিফার এবং নাসার।
প্রথমেই আসা যাক অক্ষয়ের প্রসঙ্গে। ১৫০ টাকা বাজেটের ছবিতে তিনি একাই নিয়েছেন ৫০ কোটি টাকা। পাশাপাশি তিনি এই ছবির সহ প্রযোজকও বটে। অর্থাৎ ছবির লাভের অংশও পাবেন তিনি।
জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনয় করেছেন ডক্টর সান্ড্রা রেবেলোর চরিত্রে। এর জন্য ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। নুসরত ভারুচাকে দেখা গিয়েছিল অক্ষয়ের অনস্ক্রিন স্ত্রী প্রোফেসর গায়ত্রী কুলশ্রেষ্ঠার চরিত্রে। প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
অক্ষয়ের ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন সত্যদেব। জানা যাচ্ছে, এই ছবির জন্য মাত্র ১ কোটি টাকা পেয়েছেন তিনি। তবে নিজের পারফরম্যান্স দিয়ে সবাইকেই মুগ্ধ করেছেন সত্য। জেনিফার এবং দক্ষিণী অভিনেতা নাসার নিয়েছেন যথাক্রমে ৭৫ এবং ৪৫ লাখ টাকা। বাকি অভিনেতাদের তুলনায় অনেক গুণ বেশি পারিশ্রমিক নিয়েছেন অক্ষয়।