ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু লাল-হলুদ সমর্থকের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ডার্বি দেখতে এসে মৃত্যু ইস্টবেঙ্গল সমর্থকের। এমনিতেই টানা সপ্তম বার চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের পর লাল-হলুদ সমর্থকদের মন খুবই খারাপ ছিল। তার ওপর তাদের মধ্যে একজনকে হারিয়ে মন আরও খারাপ হয়ে গেল ইস্টবেঙ্গল ভক্তদের।

কিন্তু কিভাবে যুবভারতীতে খেলা দেখতে এসে মৃত্যু হল এই ইস্টবেঙ্গল সমর্থকের। জানা যায় ম্যাচ শেষ হওয়ার আগেই খেলা চলাকালীন এই ঘটনা ঘটেছে। এমনিতেই আজ হায়দরাবাদ এফসি বনাম এফসি গোয়া ম্যাচে ফ্লাডলাইট সমস্যার কারণে ম্যাচ ২০ মিনিট দেরিতে শুরু হয়।

এখনও অবধি পাওয়া খবর থেকে জানা গিয়েছে মাঠে ঢোকার পরে ওই ব্যক্তি যখন হৃদরোগে আক্রান্ত হন তখন পুলিশের সাহায্য নিয়ে তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে কিছুক্ষণ পরীক্ষা করে দেখে চেষ্টা করেও বাঁচানো যায়নি এবং তাকে মৃত বলেই ঘোষণা করেন চিকিৎসকরা।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ম্যাচের হাফটাইমের সময় এই ঘটনা ঘটেছে এবং ম্যাচের ফল তখনও ০-০ ছিল। ৮.৩০ নাগাদ তাকে স্টেডিয়াম থেকে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৯.০৭ নাগাদ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এখনও অবধি জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম জয়শঙ্কর সাহা। অনেক আশা নিয়ে নিজের প্রিয় দলকে সমর্থন করতে মাঠে এসেছিলেন ৩৭ বছর ওই ইস্টবেঙ্গল সমর্থক। বাগুইহাটির ওই বাসিন্দার এই অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সবুজ মেরুণ সমর্থকরাও।

Reetabrata Deb

সম্পর্কিত খবর