সুপার ১২-এ ওঠার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ এই দল নিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত বৃহস্পতিবারের মতো আজ রোববারও মাঠে নামছে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ। গত ম্যাচে পাকিস্তানকে হারানো জিম্বাবোয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপের সবচেয়ে দুর্বল দল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। যদি দুই দলই নিজেদের ম্যাচটি জেতে, তাহলেও তাদের তাকিয়ে থাকতে হবে আজকের দিনের তৃতীয় ম্যাচের দিকে।

আজকের দিনের তৃতীয় ম্যাচে ভারতীয় সময় বিকেল ৪.৩০ নাগাদ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। দুই দলই আজকের ম্যাচ জিতে গ্রুপের শীর্ষস্থানটি পাকাপাকিভাবে নিজেদের দখলে রাখতে চাইবে। মেলবোর্ন, সিডনির পর নিজেদের তৃতীয় ম্যাচটি খেলতে পার্থের অপটাস স্টেডিয়ামে নামতে হবে রোহিত শর্মাদের।

দুই দলই খুব ভালো ফর্মে রয়েছে। ভারত প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়েছে। অপরদিকে আগ্রাসি ক্রিকেট খেলেও বৃষ্টির কারণে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় হাতছাড়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার। সেই আফসোস তারা অনেকটা পুষিয়ে নিয়েছে পরের ম্যাচে বাংলাদেশকে বিরাট ব্যবধানে হারিয়ে। আজকের ম্যাচে দুই দলই একে অপরকে ছেড়ে কথা বলবে না।

দক্ষিণ আফ্রিকা দলকে ব্যাট হাতে ভরসা দিচ্ছেন ওপেনার কুইন্টন ডি কক। টুর্নামেন্টের দুটি ম্যাচেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেছেন তিনি। রিলি রসৌয়ের কথাও মাথায় রাখতে হবে ভারতীয় দলকে। সদ্য সমাপ্ত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচে তিনি শতরান করেছিলেন এবং তারপর বিশ্বকাপেও বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছেন। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকান পেসার অনরিখ নোকিয়া বল হাতে রান আটকে রাখছেন এবং উইকেটও তুলছেন। মূলত এই ৩ জনের কাছ থেকেই বিপদের প্রত্যাশা রয়েছে ভারতের।

ভারতীয় দলে আজ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই সেটা টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে দিয়েছে। লোকেশ রাহুল দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পরও আজও একবার সুযোগ পাবেন। এই মুহূর্তে ভারতীয় দলের মূল ভরসা হচ্ছেন দুজন এবং তারা হলেন ব্যাট হাতে বিরাট কোহলি এবং বল হাতে ভুবনেশ্বর কুমার। আজকের ম্যাচে পটিয়া বোধ করতে গেলে এই দুজনের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর