অক্টোবরের শেষে তাপমাত্রার রেকর্ড পতন! বাংলায় কবে ঢুকবে শীত ? অক্টোবরের শেষে তাপমাত্রার রেকর্ড পতন

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। বৃষ্টির মরশুম শেষে ইতিমধ্যে বঙ্গের দরজায় কড়া নাড়ছে শীত। বিগত ১০ বছরের রেকর্ড ভেঙে অক্টোবরের শীতলতম দিন ঘোষণা করা হয় গতকালকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী বেশ কয়েকদিন একই তাপমাত্রা বিরাজ করবে বঙ্গে। এক্ষেত্রে শুকনো আবহাওয়া বজায় থাকার পাশাপাশি নভেম্বরের মাঝামাঝি সময় বাংলায় শীত প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৯.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৭২%
বাতাস : ১৫ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৩০%

আজকের আবহাওয়া
বিগত ১০ বছরের সকল রেকর্ড ভেঙে গতকাল অক্টোবর মাসের শীতলতম দিন ঘোষণা করেছে আবহাওয়া অফিস। ২০১২ সালে অক্টোবর মাসে শেষবারের মত তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামে। সেই রেকর্ড ভেঙে গতকাল কলকাতার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া বিরাজ করবে গোটা বাংলায়। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭২%।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
বর্ষার মরশুম শেষে ইতিমধ্যেই শীত কড়া নাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। ভোরের দিকে আবহাওয়ায় শীতল ভাব অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা অংশ বৃদ্ধি পেলেও হাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি সময় বঙ্গে প্রবেশ করতে চলেছে শীত। এক্ষেত্রে প্রতিবছরের মতো ডিসেম্বর মাসে জাকিয়ে ঠান্ডা অনুভব করা যাবে বলে পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও মেদিনীপুরের একাধিক প্রান্তে ভোরের দিকে কুয়াশা দেখা যাওয়ার পাশাপাশি শীতল পরিবেশ বিরাজ করবে বলে সম্ভাবনা জারি করা হয়েছে।

অপরদিকে, উত্তরবঙ্গে ভালো মাত্রায় অনুভূত হচ্ছে শীত। এক্ষেত্রে জলপাইগুড়ি, ডুয়ার্স দহ অন্যান্য একাধিক জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। এক্ষেত্রে প্রধানত শুকনো আবহাওয়া বিরাজ করবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। নভেম্বর মাস থেকে উত্তরবঙ্গে শীত আরো বেশ কিছুটা বাড়বে বলেই জানা যাচ্ছে।

winter kolkata

আগামীকালের আবহাওয়া 
আগামী চার থেকে পাঁচ দিন কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ার মত অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এক্ষেত্রে ভোর এবং রাতের দিকে শীত অনুভূত হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা খানিক অংশে বৃদ্ধি পেলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে ধীরে ধীরে বঙ্গে প্রবেশ করবে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের।


Sayan Das

সম্পর্কিত খবর