বাংলাহান্ট ডেস্ক: যে রাঁধে সে চুলও বাঁধে, কথাটায় মোটেই মেয়েদের একচ্ছত্র অধিকার নেই। পুরুষরাও একাধিক কাজ একসঙ্গে করার ক্ষমতা রাখেন। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) যেমন। যেমনি দক্ষ তাঁর অভিনয়, তেমনি সুন্দর তাঁর গানের গলা। সম্প্রতি একটি ভিডিওতে অনুরাগীদের নিজের গান শুনিয়েছেন রাহুল।
পেশার খাতিরে বিভিন্ন জায়গার অনুষ্ঠানে যেতে হয় শিল্পীদের। আর সেখানে অবধারিত ভাবে আসে গান শোনাবার আবদার। এমনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাহুল। সেখানকারই একটি ভিডিও শেয়ার করেছেন রাহুল। মঞ্চে নিজেরই ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ এর গান গাইতে শোনা গিয়েছে তাঁকে।
ওই ছবির অত্যন্ত জনপ্রিয় গান ‘পিয়া রে পিয়া রে’ গেয়ে শোনান রাহুল। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে নিজেই নিজেকে নিয়ে ঠাট্টা করেছেন তিনি। লিখেছেন, ‘কোকিল ভাজা কণ্ঠ’। যদিও তা মানতে নারাজ নেটিজেনরা। বরং রাহুলের গান শুনছ তারা মুগ্ধ। উল্লেখ্য, রাহুলের অনস্ক্রিন নায়িকা রুকমা রায়ও খুব ভাল গান।
এই মুহূর্তে জি বাংলার লালকুঠি সিরিয়ালে অভিনয় করছেন দুজনেই। রাহুল রুকমার জুটি সেই ‘দেশের মাটি’ থেকে মন জয় করে আসছে সবার। যদিও মাত্র নয় মাস চলেই বন্ধ হয়ে যায় দেশের মাটি। তারপরেই চ্যানেল বদলে জি বাংলায় চলে আসেন রাহুল রুক্মা। ‘লালকুঠি’ সিরিয়ালে নতুন চরিত্র হয়ে নতুন নাম নিয়ে পা রাখে বিক্রম অনামিকা।
https://www.instagram.com/reel/CkQR8I2hc2R/?igshid=YmMyMTA2M2Y=
অলৌকিকের ছোঁয়ায় রহস্যে মোড়া সিরিয়ালটি প্রথমে বেশ নজর কাড়লেও ধীরে ধীরে আগ্রহ হারাতে থাকে দর্শক। ফলাফল স্পষ্ট হয় টিআরপিতে। প্রথম কয়েক সপ্তাহর পর আর সেরা দশের তালিকায় জায়গা করতে পারেনি লালকুঠি। এখন শোনা যাচ্ছে, এবার নাকি বন্ধই হয়ে যাবে সিরিয়ালটি।
এ বিষয়ে বিক্রম ওরফে রাহুল বলেন, চ্যানেল থেকে অনুমতি না পেলে তিনি কিছুই বলতে পারবেন না। যা বলার চ্যানেল কর্তৃপক্ষই বলবে। তবে সিরিয়াল কতটা হিট হয়েছে না হয়েছে সেটা বলতে না পারলেও রাহুল রুকমার জুটি যে সুপারহিট সেটা জোর দিয়ে বলেছেন অভিনেতা।