বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) নামের সঙ্গে বিতর্কের যোগ ওতপ্রোত। বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করে আসেন তিনি বরাবর। বিশেষত রাজনীতির বিষয়ে কোনো না কোনো মন্তব্য করতেই হবে কঙ্গনাকে। এ যেন বাঁধাধরা নিয়মে দাঁড়িয়ে গিয়েছে। সম্প্রতি রাজনীতি তথা বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন কঙ্গনা। এবার নিজের বাবার বিষয়ে মুখ খুললেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে কঙ্গনা বলেন, তাঁর পরিবার ২০১৪ র আগে কংগ্রেসি ছিল। কিন্তু তারপর থেকে তাঁদের রাজনৈতিক মতাদর্শের বদল হয়েছে। ২০১৪ র পর থেকে নতুন চেতনা জাগ্রত হয়েছে দেশবাসীর। হিমাচল প্রদেশের বাসিন্দারাও এখন নিজেদের দেশের একটা অংশ মনে করছেন বলে মন্তব্য করেন কঙ্গনা।
অভিনেত্রী বলেন, তাঁর পরিবার চিরদিন রাজনৈতিক বিষয়ে মতামত প্রকাশ করে এসেছে। তাঁর বাবাও রাজনীতি বিষয়ে ঘোরতর বিশেষজ্ঞ। তাঁর বাবা সবকিছু কংগ্রেসের মাধ্যমেই করেছেন। কিন্তু ২০১৪ সালে মোদী ক্ষমতায় আসার পর হঠাৎ করেই তাঁর চিন্তাধারার বদল ঘটে। এখন তিনি রোজ সকালে ‘জয় মোদী জি’ বলে দিন শুরু করেন আর রাতে ‘জয় যোগী জি’ বলেন। কঙ্গনা আরো বলেন, তাঁর বাবা মা মনে করেন মোদী জি তাঁদের ঘরেরই মানুষ।
অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তিনি কি রাজনীতিতে যোগ দেওয়ার চিন্তা ভাবনা করছেন? উত্তরে অভিনেত্রী বলেন, তিনি সবরকম যোগদানেই উৎসুক। তিনি আরো বলেন, হিমাচল প্রদেশের মানুষরা যদি তাঁকে সুযোগ দেন জনসেবা করার এবং বিজেপি যদি তাঁকে টিকিট দেয় তাহলে হিমাচল প্রদেশের মান্ডি থেকে ভোটে লড়তে চান। সেটা তাঁর কাছে সৌভাগ্যের ব্যাপার হবে।
এর উত্তরে বিজেপির জে পি নাড্ডা বলেন, দলে কঙ্গনা রানাওয়াতকে সাদরে স্বাগত। যারাই দলের সঙ্গে কাজ করতে চায় তাদের জন্য অনেক জায়গা রয়েছে। তবে নির্বাচনে লড়াই করার বিষয়টা তাঁর সিদ্ধান্ত নয়। সেটা একদম প্রাথমিক স্তর থেকে দলের উচ্চস্তরের নেতারা ঠিক করবেন।