বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান ভালো ভাবেই শুরু হয়েছিল। পরপর দুই ম্যাচে তারা পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়ে নিজেদের অভিযান দুর্দান্তভাবে শুরু করেছিল। ওই দুটি ম্যাচে ভারতের একাদশ ছিল অপরিবর্তিত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে অক্ষর প্যাটেলের জায়গায় রোহিত শর্মা দীপক হুডাকে একটা সুযোগ দিয়েছিলেন কিন্তু তিনি চূড়ান্তভাবে ব্যর্থ হন।
ম্যাচ শুরু হওয়ার আগে, সবাই দল দেখে ভেবেছিলেন যে হুডা অলরাউন্ডার হিসাবে দলে এসেছেন। কিন্তু ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাকে বোলার হিসেবে ব্যবহারই করেননি গোটা ম্যাচে। ব্যাট হাতেও তিনি খাতা না খুলেই আউট হয়েছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর তাই রোহিতের এই সিদ্ধান্তে কিছুটা বিস্মিত হয়েছিলেন এবং বলেছিলেন যে ভারত হুডার পরিবর্তে রিশভ পন্থকে দলে নিলে হয়তো তাদের সমস্যা কিছুটা কমতে পারতো।
ওয়াসিম জাফর বলেছেন, “যদি দীপক হুডাকে দিয়ে বোলিংই না করানো হয় তাহলে আমার মতে পন্থকেই দলে নেওয়া উচিত ছিল। কারণ ও আগে অস্ট্রেলিয়ার পরিবেশ পরিস্থিতিতে রান করেছে কিন্তু দীপক হুডা অস্ট্রেলিয়ায় কোনওদিনও খেলেননি। যদি একজন অতিরিক্ত বোলার পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হতে ভারত রাজি থাকে তাহলে একজন বাঁ-হাতি ব্যাটারের উপস্থিতি তো অবশ্যই কাম্য।
প্রাক্তন ভারতীয় ওপেনার বর্তমান ভারতীয় ওপেনার লোকেশ রাহুলের ফর্ম সম্পর্কেও কথা বলেছেন। তার মতে রাহুলের ফর্ম বিশ্বকাপে ভারতীয় দলের ভোগান্তি বাড়াচ্ছে। ওয়াসিম জাফর বিশ্বাস করেন যে লোকেশ রাহুলকে আপাতত দল থেকে বাদ দেওয়া উচিত এবং তার জায়গায় অধিনায়ক রোহিত শর্মা নিজের ওপেনিং সঙ্গী হিসাবেই পন্থকে ব্যবহার করে দেখতে পারেন। কারণ রাহুল বিশ্বকাপের ৩টি ম্যাচেই সম্পূর্ণ ব্যর্থ।
ভারতের পরবর্তী ম্যাচ দুটি হলো বাংলাদেশ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে। কোনরকম ঝুঁকি ছাড়া অন্য কারোর উপর নির্ভর না করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে গেলে দুটি ম্যাচেই জয় পেতে হবে ভারতীয় দলকে। সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ঘটে যাচ্ছে সঠিক দলের চয়ন। ওয়াসিম জাফর মনে করেন যদি পন্থকে রাহুলের জায়গায় ওপেন করানো হয় এবং দীপক হুডাকে বেঞ্চে বসিয়ে অক্ষর প্যাটেলকে ফেরত আনা হয় তাহলে ভারতীয় দলের দুজন বাঁ-হাতি ব্যাটারের উপস্থিতি বিপক্ষ দলের বোলিংয়ের জন্য কাজটা কঠিন করে তুলবে।