বাংলাহান্ট ডেস্ক: ছট পুজো (Chhath Puja) শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় পুজো উপলক্ষে চলছে অনুষ্ঠান। পশ্চিম মেদিনীপুরে এমনি একটি অনুষ্ঠানে ঘটল বিপত্তি। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ। উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়াও (June Maliya)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কাঁসাই নদীর তীরে ডিএভি ঘাটে। ছট পুজো উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে। তৈরি হয়েছিল মঞ্চ। পুণ্যার্থীরা ছাড়াও অনুষ্ঠান উপলক্ষে এসেছিলেন একাধিক প্রশাসনিক ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া, জেলাশাসক আয়েশা রানি, পুলিস সুপার দীনেশ কুমার, পুরপ্রধান সৌমেন খানরা।
ভালোই চলছিল অনুষ্ঠান। কিন্তু হঠাৎ করেই ঘটে যায় অঘটন। জেলাশাসক বক্তব্য রাখার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। নেমে আসে উপরে টাঙানো ছাউনি। অতিথিরা তখনো ছিলেন মঞ্চেই। ছাউনির মধ্যেই আটকা পড়ে যান তাঁরা। যদিও ভাগ্যক্রমে তাঁরা সকলেই রক্ষা পেয়ে গিয়েছেন।
ছাউনি ঠেলে তুলে উদ্ধার করা হয় প্রশাসনিক ব্যক্তিদের। এই ঘটনায় বড় ক্ষয়ক্ষতি না হলেও দুজন মহিলা অসুস্থ হয়ে পড়েন। একজন অজ্ঞান হয়ে যান ঘটনাস্থলে। আহতদের তড়িঘড়ি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের আঘাত গুরুতর নয়। মনে করা হচ্ছে, সারাদিনের উপোসের পর দুর্ঘটনার ট্রমায় মানসিক আঘাত পেয়েছেন ওই মহিলারা।
কিন্তু এমন দুর্ঘটনা ঘটল কীকরে? জেলাশাসকের মতে, নদীর পারের মাটি আলগা হয়ে গিয়ে মঞ্চেল একদিক বসে গিয়েছে। তাতেই এই দুর্ঘটনা। বড় বিপদ এড়ানো গিয়েছে। যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে, এতজন মানুষের জন্য অনুষ্ঠানের আয়োজন করার আগে মঞ্চ পরীক্ষা করে নেওয়া হল না কেন। তাহলে এই অপ্রীতিকর ঘটনাও এড়ানো যেত।