লালনের তিন নম্বর বিয়ে দেখিয়েই বাংলা সেরা, ‘ধুলোকণা’র কাছে পাত্তাই পেল না গৌরী-জগদ্ধাত্রী

বাংলাহান্ট ডেস্ক: কালীপুজো, ভাইফোঁটা পরপর উৎসব চলেছে গত সপ্তাহ জুড়ে। তাই এ সপ্তাহে সিরিয়ালের টিআরপি (TRP) তালিকাও প্রকাশ পেল অনূকটা দেরিতে। সপ্তাহের প্রথম দিনেই এসে গেল ফলাফল সবকটি সিরিয়ালের। কে এগোলো, কে পেছোলো যাবতীয় সিরিয়ালের টিআরপি রইল পাঠকদের জন‍্য।

এ সপ্তাহে অনেক সিরিয়ালেরই টিআরপিতে অদল বদল হয়েছে। সবথেকে আশ্চর্যের ব‍্যাপার, লালনের তিন নম্বর বিয়ে নিয়ে যে শোরগোল শুরু হয়েছিল তাতে আখেরে লাভই হয়েছে ধুলোকণার। ৮.৩ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে প্রথম স্থানে জায়গা পেয়েছে লালফুল জুটি।

Dhulokona troll
দু নম্বর একসঙ্গে দুই সিরিয়ালের নামে। স্টারের অনুরাগের ছোঁয়া এবং জি বাংলার গৌরী এলো দুই সিরিয়ালই দ্বিতীয় স্থানে থেকে পেয়েছে ৭.৭। তিন নম্বরে ৭.৫ নম্বর নিয়ে নতুন সিরিয়াল জগদ্ধাত্রী। হাল আরো খারাপ হয়েছে গাঁটছড়ার সোজা পাঁচে নেমে এসেছে এই সিরিয়াল।

এ সপ্তাহেও ছিটকে যাওয়া থেকে বেঁচে গেল মিঠাই। তুফান মেলের অন্তঃসত্ত্বা হওয়ার ট্র‍্যাক দেখিয়ে অষ্টম স্থান ধরে রেখেছেন নির্মাতারা। এ সপ্তাহের অন‍্যতম বড় চমক এক্কা দোক্কা। নম্বর বাড়িয়ে নয়ে উঠে এসেছে রাধিকা পোখরাজ। তবে সেরা দশের তালিকা থেকে ছিটকে গিয়েছে লক্ষ্মী কাকিমা ।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
ধুলোকণা- ৮.৩ (প্রথম)
গৌরী এলো, অনুরাগের ছোঁয়া- ৭.৭ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী- ৭.৫ (তৃতীয়)
আলতা ফড়িং-  ৭.৩ (চতুর্থ)
গাঁটছড়া- ৭.২ (পঞ্চম)
মাধবীলতা- ৬.৮ (ষষ্ঠ)
সাহেবের চিঠি- ৬.৫ (সপ্তম)
মিঠাই- ৬.৪ (অষ্টম)
এক্কা দোক্কা- ৬.৩ (নবম)
খেলনা বাড়ি- ৬.২ (দশম)

Niranjana Nag

সম্পর্কিত খবর