গুজরাট বিপর্যয়ে ফিরে এলো পোস্তা উড়ালপুল ধসের স্মৃতি! মোদীর পুরনো বক্তব্যকে হাতিয়ার করে কটাক্ষ TMC-র

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটের (Gujrat) মোরবীর সেতু বিপর্যয়ের ঘটনায় এই মুহূর্তে শোকস্তব্ধ গোটা দেশ। একের পর এক মানুষের মৃত্যুর খবর সামনে এসে চলেছে। এক্ষেত্রে বিজেপি সরকারের গাফিলতির ইস্যুতে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলি আর এর মাঝেই এবার অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) করা একটি বক্তব্যকে হাতিয়ার করে তাঁর বিরুদ্ধে আক্রমণ শানালো ঘাসফুল শিবির।

কি এমন মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদী? তা জানতে ফিরে যেতে হবে ২০১৬ সালে, যে মুহূর্তে কলকাতার পোস্তায় সেতু ভেঙে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের দিকে আক্রমণ শানানোর পাশাপাশি আলিপুরদুয়ারের মাদারিহাটে একটি দলীয় সভায় উপস্থিত হয়ে ঘটনাটিকে ‘অ্যাক্ট অফ ফ্রড’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী।

বর্তমানে গুজরাটে সেতু দুর্ঘটনাকে কেন্দ্র করে মোদীর এই বক্তব্যকেই হাতিয়ার করেছে তৃণমূল নেতৃত্ব। এই প্রসঙ্গে এদিন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব টুইট করে বলেন, “পশ্চিমবঙ্গে যখন সেতু ধস ঘটেছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওটাকে ‘অ্যাক্ট অফ ফ্রড’ বলেছিলেন। অতীতেও একাধিক ইস্যুকে নিয়ে রাজনীতি করার অভ্যাস রয়েছে নরেন্দ্র মোদীর। তবে গুজরাটে বর্তমানে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক।

পরবর্তীতে তিনি প্রশ্ন করেন, “তবে এটিকেও কি প্রধানমন্ত্রী অ্যাক্ট অফ ফ্রড বলবেন? আসলে বিজেপির বহু আলোচিত ‘গুজরাট মডেল’-র আসল সত্যতা দেশের মানুষের সামনে উঠে এসেছে।” পাশাপাশি এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখের জল ফেলবেন কিনা, সে বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায়।

gujarat

প্রসঙ্গত, রাজ্যসভার দুই সাংসদ ছাড়াও বর্তমানে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছে তৃণমূলের একাধিক দলীয় নেতা মন্ত্রীরা। এক তৃণমূল নেতার কথায়, “২০১৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় কলকাতায় পোস্তা সেতু ভেঙে যাওয়ায় মুখ্যমন্ত্রী যখন এটিকে ‘অ্যাক্ট অফ গড’ বলে দাবি করেছিলেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মৃত মানুষদের নিয়ে উপহাস করেন। ওই ঘটনাকে তিনি ‘অ্যাক্ট অফ ফ্রড’ বলেন। ফলে বিজেপি শাসিত গুজরাটে সেতু দুর্ঘটনার ঘটনায় এখন তাঁকে এ সকল কটাক্ষ শুনতেই হবে।”

Sayan Das

সম্পর্কিত খবর