নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে থাকছেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি! বাংলাদেশের বিরুদ্ধে দলে ফিরবেন তারা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচে পাকিস্তান এবং নেদারল্যান্ডস কে হারালেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছে রোহিত শর্মাদের। গ্রুপ পর্বে এখনো বাংলাদেশ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলা বাকি রয়েছে তাদের। তারপর ভারত যদি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে এবং সেই ম্যাচেও জয় পায় তাহলে ১১ তারিখ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলবে ভারত।

এরপরেই কিন্তু ছুটি হচ্ছে না ভারতীয় দলের। নভেম্বর এবং ডিসেম্বর মাস মিলিয়ে নিউজিল্যান্ড এবং তারপর বাংলাদেশ সফর করবে ভারতীয় দল। আজ অফিসিয়ালি ওই দুই সফরগামী খেলোয়ারদের তালিকা সকলের সামনে পেশ করল বিসিসিআই। ১৮ ই নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলা শুরু করবে ভারত। এই দুই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলির মত অভিজ্ঞ ক্রিকেটারদের। কোনও সফরেই দলে জায়গা পাননি চোটগ্রস্থ যশপ্রীত বুমরা। ৩০ তারিখ অবধি নিউজিল্যান্ড সফর চলার পর ৩রা ডিসেম্বর থেকে রোহিতদের বাংলাদেশ সফর আরম্ভ হবে। রোহিত শর্মা টেস্ট ও ওডিআই দুই স্কোয়াডে ফিরলেও বিরাট কোহলিকে শুধুমাত্র ওডিআই স্কোয়াডে রাখা হয়েছে। যেহেতু রোহিত শর্মা নিউজিল্যান্ড সফরে থাকছেন না তাই নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য হার্দিক পান্ডিয়াকে এবং ওডিআই সিরিজের জন্য শিখর ধাওয়ানকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে

নিউজিল্যান্ড টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রিশভ পন্থ (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, উমরান মালিক

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের ওডিআই স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), রিশভ পন্থ (সহ-অধিনায়ক), শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, অর্শদীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন, উমরান মালিক

বাংলাদেশ সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রিশভ পন্থ, শ্রীকর ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, শার্দুল ঠাকুর

বাংলাদেশ সফরের জন্য ভারতের ওয়ান ডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, ঈশান কিষান, রজত পতিদার, রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা (এখনও পর্যবেক্ষণে), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যশ দয়াল, দীপক চাহার, শার্দুল ঠাকুর, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, রিশভ পন্থ

Reetabrata Deb

সম্পর্কিত খবর