বাংলাহান্ট ডেস্ক: কিং খান এমনি এমনি বলা হয় না শাহরুখ খানকে (Shahrukh Khan)। দীর্ঘ ৩০ টা বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন তিনি। উত্থান পতন কম দেখেননি কেরিয়ারে। সেই ২০১৮ তে শেষ ছবি মুক্তি পেয়েছে তাঁর, তাও আবার ফ্লপ। কিন্তু এতদিন বড়পর্দা থেকে দূরে থাকলেও জনপ্রিয়তায় এতটুকু ঘাটতি পড়েনি শাহরুখের। তাঁর সিংহাসন এখনো তাঁরই রয়েছে।
আর দু দিন পরেই ৫৭ তে পা দিতে চলেছেন শাহরুখ। আগামী ২ রা নভেম্বর জন্মদিন বলিউডের বাদশার। প্রতি বছর এইদিনটায় মন্নতের ব্যালকনিতে এসে ভক্তদের দেখা দেন তিনি। ব্যতিক্রম ছিল শুধু গত বছরটা। গত বছর ছেলে আরিয়ান খান জেল থেকে ছাড়া পাওয়ার পর পরিবারকে সঙ্গে নিয়ে আলাদা করে সময় কাটাতে গিয়েছিলেন শাহরুখ।
কিন্তু এ বছর ব্যাপারটা অন্য রকম। আরিয়ান স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। শাহরুখও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকেই আশা করে রয়েছেন, এ বছর হয়তো অনুরাগীদের দর্শন দিতে পারেন অভিনেতা। তাই এখন থেকেই অনেকে মন্নতের সামনে ঘাঁটি জমাতে শুরু করে দিচ্ছেন।
প্রিয় নায়ককে এক ঝলক দেখার জন্য রবিবার থেকেই মন্নতের সামনে ভিড় জমাচ্ছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, মন্নতের সামনে অনেকেই ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। দুদিনও আর অপেক্ষা করতে পারছেন না ভক্তরা।
এ বছরটা শাহরুখ ভক্তদের জন্য আরো একটি কারণে স্পেশ্যাল। গুঞ্জন শোনা যাচ্ছে, কিং খানের ৫৭ তম জন্মদিনেই তাঁর প্রথম কামব্যাক ছবি ‘পাঠান’ এর টিজার ভিডিও প্রকাশ্যে আসতে পারে। আগামী বছর জানুয়ারি মাসেই মুক্তি পাবে পাঠান। তার আগে নভেম্বরেই সম্ভবত প্রকাশ্যে আসতে পারে ছবির প্রথম ঝলক। অন্তত সেই আশাতেই বুক বাঁধছেন শাহরুখ ভক্তরা।
প্রসঙ্গত, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে পাঠান। ২০১৮ র পর এই ছবির হাত ধরেই বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন শাহরুখ। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। এছাড়াও রয়েছেন জন আব্রাহাম।