বাংলা হান্ট নিউজ ডেস্ক: এবার অভিনয় জগৎ, রাজনীতি জগতের পর ক্রিকেটের দুনিয়াতে প্রবেশ করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া। মেদিনীপুরের বিধায়ককে সোমবার ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৯১তম এজিএম থেকে একজন ক্রিকেট প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ করানো। ওই সভায় পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন তারকা অভিনেত্রী।
আচমকাই তার মতো খেলাধুলার থেকে কয়েকশো মাইল দূরে থাকা ক্রিকেট ব্যক্তিত্বকে এই দায়িত্ব দেওয়ায় স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন তার ক্রিকেটের প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ার বিষয় নিয়ে। এটি সম্পূর্ণ অনৈতিক পদক্ষেপ বলেও উল্লেখ করেছেন অনেকে। কিন্তু টলিউড অভিনেত্রী স্বয়ং সেই সমালোচনা নিয়ে মাথা ঘামাচ্ছেন না।
জুন এই দায়িত্ব হাতে পাওয়ার পর গণমাধ্যমের সামনে জানিয়েছেন যে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের প্রতিনিধি হিসাবে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভায় তাকে মনোনীত করা হয়েছে। ক্রিকেট নাকি তার কাছে একেবারেই নতুন কিছু নয়। ক্রিকেট তিনি নিয়মিত দেখে থাকেন এবং তার বিশ্বাস নিজের প্রশাসনিক দায়িত্ব ভালোভাবেই পালন করতে পারবেন। তিনি জানিয়েছেন যে তার লক্ষ্য হবে জঙ্গলমহল থেকে প্রতিভাবান মহিলা ক্রিকেটার চিহ্নিত করে তাদের সর্বোচ্চ পর্যায়ের জন্য প্রস্তুত করা।
গতকাল বার্ষিক সাধারণ সভায় সিএবির নতুন নির্বাচিত কমিটি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেন। কোনও প্রতিদ্বন্দ্বী ছিলেন না, তাই নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কোনও বাঁধা ছিল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের। নিজে হাজির থেকে দাদার হাতে দায়িত্ব তুলে দেন সৌরভ।
দায়িত্ব নেওয়ার পরেই সাম্প্রতিক কালের বাংলা ক্রিকেটের সঙ্গে জড়িত সবচেয়ে বড় বিতর্কটির নিয়ে সকলের নজর নিয়ে গিয়েছেন স্নেহাশীষ। চলতি বছরেই অপমানিত হওয়ার অভিযোগ দেখিয়ে বাংলা ছেড়ে ত্রিপুরা পাড়ি দিয়েছেন জাতীয় দলের সম্মানিত উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। তাকে ফের বাংলায় ফিরিয়ে আনার প্রচেষ্টা করবেন বলে কথা দিয়েছেন নতুন সিএবি সভাপতি।