বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার চরমে উঠলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বনাম তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দ্বন্দ্ব। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে দুর্গাপুরে (Durgapur) পৌঁছে গিয়েছিলেন বিজেপি (Bharatiya Janata Party) বিধায়ক শুভেন্দু অধিকারী আর সেই মুহূর্তে তাঁকে ঘিরে কালো পতাকা দেখানোর ঘটনায় বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। এই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে পদ্মফুল শিবির।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন তিনি। এরপর থেকেই একের পর এক ইস্যুতে শুভেন্দু বনাম শাসক দল দ্বন্দ্ব মাঝে সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে যখন তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী, আবার অপরদিকে শুভেন্দুকে পাল্টা তোপ দাগতে দেখা যায় তৃণমূল নেতা মন্ত্রীদের।
এই পরিস্থিতিতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে দুর্গাপুরে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দুবাবু আর সেই সময় আচমকাই তাঁকে ঘিরে প্রতিবাদ দেখান কয়েকজন মানুষ। একইসঙ্গে কালো পতাকা পর্যন্ত দেখানো হয় বিরোধী দলনেতাকে, যা কেন্দ্র করে মুহূর্তের মধ্যে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।
সূত্রের খবর, দুর্গাপুর ব্যারেজের নিকটবর্তী স্থান দিয়ে যাওয়ার সময় শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখান কয়েকজন মানুষ। এমনকি তাঁর বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায় তাদের। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করলেও এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
তিনি বলেন, “দুর্গাপুর নগর নিগম ভোট আসন্ন। সেখানেই দেখা যাবে শাসক দলের নেতাদের ব্যাটারিতে কত দম আছে। ইসিএল কর্মীরা তৃণমূল দল করছে। একবার যদি ট্রান্সফার হয়, তাহলে সব কাজকর্ম বন্ধ হবে।” অপরদিকে বিজেপির প্রতিক্রিয়ার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল শিবির; এই নিয়েই বর্তমানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুর্গাপুরে।