বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার খবরের শিরোনামে উঠে এল চিন (China)। জানা গিয়েছে, সেখানকার কঠোর কোভিড নীতি এবং সেই কারণে জারি হওয়া বিধিনিষেধের কারণে এবার বিপর্যস্ত হচ্ছে সেদেশের মানুষ। শুধু তাই নয়, ভারতের প্রয়াত সংগীতশিল্পী বাপি লাহিড়ীর (Bappi Lahiri) গান ব্যবহার করে চিনের মানুষ প্রতিবাদও জানাচ্ছে। মূলত, লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে সেখানকার বাসিন্দারা ১৯৮২ সালের বলিউড সিনেমা “ডিস্কো ড্যান্সার”-এর বিখ্যাত গান “জিমি জিমি আজা আজা” গানের ওপর ভর করেই প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছেন।
দেশে খাদ্য সঙ্কট দেখা গিয়েছে: জানা গিয়েছে, চিনের সোশ্যাল মিডিয়া (Social Media) সাইট “Douyin” (TikTok-এর চিনা নাম)-এ বাপি লাহিড়ী এবং পার্বতী খানের গাওয়া এই গানটি বর্তমানে ম্যান্ডারিন ভাষায় “জি মি, জি মি” হিসেবে গাওয়া হচ্ছে। উল্লেখ্য যে, “জি মি, জি মি”-এর অনুবাদ করলে এর মূল অর্থটি সামনে আসে। যেটি হল, “আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও”।
পাশাপাশি, ভিডিওর মাধ্যমে সেখনাকার বাসিন্দারা খালি পাত্র দেখিয়ে বলার চেষ্টা করছেন যে, লকডাউনের সময়ে চিনের খাদ্য সঙ্কটের পরিস্থিতি ঠিক কতটা খারাপ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। যেখানে অন্যান্য সময়ে দেশের সরকারের সমালোচনা করা ভিডিওগুলিকে দ্রুত সরিয়ে ফেলা হয়।
লকডাউনের কারণে মানুষ বিপর্যস্ত: বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, চিনারা “জি মি, জি মি” ব্যবহারের মাধ্যমে প্রতিবাদের ক্ষেত্রে একটি দুর্দান্ত উপায় চিন্তা করেছেন। এর মাধ্যমে তাঁরা জিরো-কোভিড নীতির কারণে জনসাধারণ যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই প্রসঙ্গ উপস্থাপিত করছেন। চিনে জিরো-কোভিড নীতির অধীনে, সাংহাই সহ বেশ কয়েকটি শহরে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছিল। যার কারণে সেখানকার মানুষ কয়েক সপ্তাহ ধরে তাঁদের বাড়িতে বন্দি থাকতে বাধ্য হন।
এদিকে, গত রবিবার, চিনে করোনার ২,৬৭৫ টি নতুন কেস নথিভুক্ত হয়েছে। যা শনিবারের চেয়ে অনেকটাই বেশি। মূলত, শি জিনপিংয়ের জিরো-কোভিড নীতির অধীনে শহর ও এলাকায় কঠোর লকডাউন আরোপ করা হয়েছিল। পাশাপাশি, পজিটিভ ব্যক্তিদের কোয়ারেন্টাইন কেন্দ্রেও স্থানান্তরিত করা হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় সিনেমা সবসময় চিনে জনপ্রিয় হয়ে রয়েছে। পঞ্চাশ-ষাটের দশকের রাজ কাপুরের সিনেমা থেকে শুরু করে বর্তমান সময়ের 3 ইডিয়টস, সিক্রেট সুপারস্টার, হিন্দি মিডিয়াম, দঙ্গল এবং আন্ধাধুনের মত সিনেমাগুলিকে সেখানকার দর্শকেরা যথেষ্ট পছন্দ করেছেন।