বাংলা হান্ট ডেস্ক: দেশের ইস্পাত শিল্পে বিশেষ অবদানের জন্য তাঁকে “স্টিল ম্যান অফ ইন্ডিয়া” (Steel Man of India) নামে অভিহিত করা হত। পাশাপাশি, টাটা স্টিল (Tata Steel)-এর অগ্রগতিতেও তাঁর ভূমিকা ছিল অপরিসীম। শুধু তাই নয়, ম্যানেজিং ডিরেক্টর থাকাকালীন তিনি বারংবার কোম্পানিকে লাভের মুখও দেখান। তবে, সোমবার গভীর রাতে সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিলেন ভারতের অন্যতম শিল্পপতি জামশেদ জিজি ইরানি (Jamshed Jiji Irani)।
প্রাপ্ত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, সোমবার রাত ১০ টা নাগাদ জামশেদপুরের (Jamshedpur) একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান শিল্পপতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। এমতাবস্থায়, এই খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে সব মহলেই।
১৯৩৬ সালের ২ জুন জন্মগ্রহণ করেন জামশেদ জিজি ইরানি। ১৯৬০ সালে ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ধাতুবিদ্যায় স্নাতকোত্তর করার পর পরবর্তী তিন বছরে তিনি ধাতুবিদ্যায় গবেষণাও করেন। এমতাবস্থায়, ১৯৬৩ সাল নাগাদ বিদেশে কর্মজীবন শুরু করার ৫ বছরের মধ্যে অর্থাৎ ১৯৬৮ সালে তিনি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে (বর্তমানে যা টাটা স্টিল নামে পরিচিত) যোগদানের জন্য ভারতে ফিরে আসেন।
এদিকে, ১৯৭৮ সালে টাটা স্টিলের জেনারেল সুপারিনটেনডেন্ট, ১৯৭৯ সালে জেনারেল ম্যানেজার এবং ১৯৮৫ সালে টাটা স্টিলের প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেন এই শিল্পপতি। শুধু তাই নয়, ১৯৮৮ সালে টাটা স্টিলের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর এবং ১৯৯২ সালে ম্যানেজিং ডিরেক্টর পদেও বহাল ছিলেন জামশেদ জিজি ইরানি। তাঁর তত্বাবধানে টাটা স্টিলের শ্রীবৃদ্ধি ঘটে। পাশাপাশি, টিসকোর গবেষণা ও উন্নয়ন বিভাগের ডিরেক্টর হিসেবেও আসীন ছিলেন তিনি।
এমতাবস্থায়, ২০০১ সালে কর্মজীবন থেকে অবসর নেন তিনি। যদিও, জামশেদ জিজি ইরানি ২০০১ সালে টাটা স্টিলের ডিরেক্টর পদ ছাড়লেও পরবর্তীকাল টাটা গ্রুপের বিভিন্ন সংস্থায় বোর্ড মেম্বার হিসাবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি, ২০০৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানেও ভূষিত করে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ১৯৯৭ সালে জামশেদ জিজি ইরানি নাইটহুড সম্মানও পান।
এদিকে, তাঁর মৃত্যুতে টুইট মারফত শোকপ্রকাশ করেছে টাটা স্টিল। যেখানে বলা হয়েছে, “পদ্মভূষণ জামশেদ জিজি ইরানির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ভারতের ‘স্টিল ম্যান’ হিসেবে সমধিক পরিচিত ছিলেন। এই সময়ে তাঁর পরিবার এবং নিকটজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে টাটা স্টিল।’’