বাংলা হান্ট ডেস্কঃ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ আন্দোলনে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল সল্টলেক (Saltlake) করুণাময়ী (Karunamoyee) এলাকা। টেট (Primary Tet) চাকরিপ্রার্থীদের পর এবার আসরে এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরা। পুলিশের বিরুদ্ধে ফের একবার বলপূর্বক সকল বিক্ষোভকারীদের ওঠানোর অভিযোগে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
সাম্প্রতিক সময়ে এসএসসি থেকে প্রাথমিক টেট, এসএলএসটি-র পাশাপাশি অন্যান্য একাধিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সরগরম বঙ্গ রাজনীতি। একদিকে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এবং ইডির মতো গোয়েন্দা সংস্থাগুলির তদন্তের মাধ্যমে একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী হেফাজতে, আবার অপরদিকে বঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রতিবাদে শোরগোল পড়ে গিয়েছে মহানগরীতে।
সেই ধারা বজায় রেখে এদিন ফের একবার উত্তেজনা ছড়িয়েছে সল্টলেক করুনাময়ী এলাকায়। নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি তুলে বিকাশ ভবনে অভিযান চালায় এসএলএসটি চাকরিপ্রার্থীরা আর সেই অভিযান ঘিরে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এমনকি পুলিশের বিরুদ্ধে ধরপাকড়ের অভিযোগ পর্যন্ত তোলা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন পূর্বেই সল্টলেকের এপিসি ভবনের নিকট বিক্ষোভ প্রদর্শনে সামিল হয় টেট চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবি তুলে আমরণ অনশন করার পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়। যদিও পরবর্তী ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে জোরপূর্বক সকল আন্দোলনকারীদের তুলে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। এদিন ফের একবার সেই অভিযোগই উঠলো।
আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, এদিন করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বিকাশ ভবনের দিকে রওনা দেওয়ার সময় আচমকাই পুলিশ এসে তাদেরকে বলপূর্বক আটক করে। পরবর্তীতে গাড়িতে তোলা হয় বলেও অভিযোগ। প্রসঙ্গত, অতীতে টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মাঝে পর্ষদের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয, সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়। অবশেষে এদিন এসএলএসটি চাকরিপ্রার্থীদের প্রতিবাদ মাঝে পর্ষদের অবস্থান কি হয়, সেদিকে তাকিয়ে সকলে।