বাংলাহান্ট ডেস্ক: বিহারের সব থেকে বড় ও জনপ্রিয় উৎসব হল ছট পুজো (Chhath Puja 2022)। কিন্তু এবছর সেই ছট পুজোয় হয়ে উঠল বিভীষিকাময়। চার দিনের এই উৎসবে একাধিক দুর্ঘটনার সাক্ষী থাকলো বিহার। সে রাজ্যের বিভিন্ন জলাশয়ে ডুবে অন্তত ৫৩ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। এর মধ্যে রয়েছেন একাধিক মহিলা ও শিশু।
ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। বিহারের সব জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, নিহতদের পরিজনেরা যাতে ক্ষতিপূরণের অর্থ হাতে পান।
বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, গত ৩০ অক্টোবর বিহারের পূর্ণিয়া জেলায় জলে ডুবে মৃত্যু হয়েছে ৫ জনের। এর মধ্যে রয়েছে ৩ জন শিশু। এছাড়াও পাটনায় ৩ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একইসঙ্গে মুজাফফরপুরেও প্রাণ হারিয়েছেন ৩ জন। সমস্তিপুর ও সহর্ষ থেকেও মোট ৬ জনের মৃত্যুর খবর মিলেছে।
মুঙ্গেরে ছটের ঘাটে অর্ঘদান করার সময় এক যুবক পা পিছলে গভীর জলে গিয়ে পড়েন। সাঁতার না জানায় সেই জলে ডুবে মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে খবর, পরিবারে তিনিই একমাত্র পুরুষ সদস্য ছিলেন। পাশাপাশি ওই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন নিহত যুবক। তাঁর পরিবারে তাঁর মা ও বোন রয়েছেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এছাড়াও গয়া, বেগুসরাই, কাটিহার, বক্সার, কৈমুর, সীতামারহি, বাঙ্কা সহ একাধিক জেলা থেকে ১ জন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ২২ জনের পরিচয় জানা সম্ভব হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর ওই আধিকারিক বলেন, “৩১ অক্টোবর অর্থাৎ পুজোর শেষ দিন রাজ্যে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় দ্রুত জানার চেষ্টা করছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী।”