১৭ কোটি নয়, অঙ্ক ছাড়াতে পারে ৭ হাজার কোটি! আমির খানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে

বাংলাহান্ট ডেস্ক : ক্রিপ্টোকারেন্সি ছাড়াও ব্যাংকের লেনদেনের মাধ্যমেই গেমিং অ‌্যাপের কোটি কোটি টাকা বিদেশে চালান করেছেন গার্ডেনরিচের যুবক আমির খান। তাঁর বাড়িতেই তল্লাশি চালিয়ে ইডি প্রায় ১৭ কোটি টাকা পেয়েছে। আর সেই সূত্র ধরেই ইডি খোঁজ পায় আমিরের সঙ্গী রুমেন আগারওয়ালের। এই রুমেন আগারওয়াল-ই কিছু দিন আগে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ ডলার চালান করে এক প্রবাসী ভারতীয় এজেন্ট-কে। এছাড়াও আরও কিছু বিদেশী এজেন্ট-দের কাছে টাকা গিয়ে পৌঁছেছে বলে ইডি-র দাবি।

ক্রিপ্টোকারেন্সি ছাড়া কীভাবে নগদ টাকা পয়সা তাঁরা ব্যাংকের মাধ্যমে পাঠাতো এই নিয়েই অবাক ইডি-র আধিকারিকরা। এই ঘটনায় ধৃত উল্টোডাঙা-র ব্যবসায়ী রোমেন আগারওয়াল ওরফে রুমেন-কেই আপাতত জিজ্ঞাসাবাদ করছে ইডি। সেই সমস্ত বিদেশী এজেন্ট ও তাঁদের ব্যাংক ডিটেইলস জানতে ইডি ইন্টারপোলের সাহায্যের কথা ভাবছে।

পুলিশের অনুমান অনুযায়ী এই গেমিং অ‌্যাপের মাধ্যমে আমীরের লেনদেনের পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা হতে পারে। পুলিশ রোমেনের বাড়িতেও তল্লাশি করে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা উদ্ধার করেছে। এবং তাঁর ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টের ৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর পর থেকেই খোঁজ শুরু হয় তাঁর অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট এবং এর থেকেই খোঁজ পাওয়া যায় যে, রুমেন এর আগে প্রায় সাড়ে ৪ লক্ষ মার্কিনি ডলার পাঠিয়েছেন।

Untitled design 2022 08 04T104555.077

আরও খোঁজ করতেই জানা যায় যে ব্যক্তিকে তিনি টাকাটা পাঠিয়েছেন তিনি একজন প্রবাসী ভারতীয় এবং একটি বিদেশী ব্যাংকে টাকাগুলি পাঠানো হয়েছে। যার পরিমাণ প্রায় ৩ কোটি ৭০ লক্ষ ২৯ হাজার ডলার। এর মাধ্যমেই ইডি বুঝতে পারে যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি ছাড়াও আমীর ও তাঁর সঙ্গী কোটি কোটি টাকা বিদেশে পাচার করতো।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর