কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে বোমা হামলা! তুলকালাম কাণ্ড কোচবিহারে

বাংলাহান্ট ডেস্ক : কোচবিহারে (Cooch Behar) আক্রান্ত হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। জানা যাচ্ছে তাঁর কনভয়ের সামনে বোমা ছোড়া হয়। কোচবিহারের গোসানিমারিতে এই ঘটনা ঘটে। সিতাই বিধানসভার বেশ কয়েকটি এলাকায় আজ বিজেপির একাধিক কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন নিশীথ। সিতাইয়ে আক্রান্ত একাধিক বিজেপির কর্মীর বাড়িতে দেখা করতে যাওয়ারও কথা ছিল তাঁর।

এদিন সিতাইয়ের গোসানিমারির একটি মন্দিরে পুজো দিয়ে তিনি যখন এক বিজেপি কর্মীর বাড়ি দিকে যাচ্ছিলেন তখনই তাঁর কনভয় লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে। তবে গাড়ি থেকে অনেকটা দূরেই ২টি বোমা পড়ে। নিশীথের নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের তাড়া করে। ঘটনায় নিশীথেরও কোনও আঘাত লাগেনি বলেই জানা যাচ্ছে।

ওই ঘটনায় এখনও কাউকে আটক করেনি পুলিস। বিজেপির পক্ষ থেকে অভিযোগ ওই হামলার পেছনে রয়েছে রয়েছে তৃণমূলের ষড়যন্ত্র। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিস বাহিনী। উত্তেজিত বিজেপি কর্মীদের শান্ত করে পুলিস।

হামলার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘একটা জিনিস বলব আজ এখানে কোনও সমাবেশ বা বিক্ষোভ দেখাতে আসিনি। তৃণমূলের গুন্ডারা আমাদের কর্মীদের উপরে হামলা করেছিল। তাদের সঙ্গেই দেখা করতে এসেছিলাম। এরকম আরও অনেক কর্মীদের বাড়িতে যাব। কেউ যদি আমাদের উপরে হামলা করে তার উপরে পুস্প বর্ষণ হবে না। তার প্রতিফলন হবে।’

ওই হামলার অভিযোগ নিয়ে জেলার বিজেপি নেত্রী মালতী রাভা বলেন, ‘এই হামলার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। সিতাই ও দিনহাটায় যে একজন মন্ত্রী রয়েছেন তাঁর মদতেই এসব হচ্ছে। কোচবিহারে যে গণতন্ত্র বলে কিছু নেই তা আরও একবার প্রমাণ হয়ে গেল। জেলায় একের পর এক লোক অস্ত্র সহ ধরা পড়ছে। আমাদের যেসব বিজেপি কর্মীরা আক্রান্ত তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেইসময় তাঁর গাড়িতে হামলা হয়। এতেই বোঝা যায় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন কেমন হবে। এরাজ্যে গণতন্ত্র বিপন্ন। এখানে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন সম্ভব নয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। পাশাপাশি অনলাইনে মনোনয়ন দাখিল করা হোক। উত্তরবঙ্গে তৃণমূল হেরেছে। তাই তারা বোমা গুলি নিয়ে হামলা করছে।’

Sudipto

সম্পর্কিত খবর