PF ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের, ১৮ মাসের বকেয়া মেটানোর নির্দেশ আদালতের

বাংলাহান্ট ডেস্ক : ১৮ মাসের পাওনা বকেয়া দিতে হবে রাজ্যকে। আজ এই নিদান দিল সুপ্রিম কোর্ট। ফের একবার মাথা হেঁট হলো রাজ্যের। এর আগে হাই কোর্ট রাজ্যকে আদেশ দেয় পার্শ্বশিক্ষকদের PF বা প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দিতে, কিন্তু আদেশ অমান্য করে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে আপিল করে। এবার সেখানেও মুখ পুড়লো রাজ্যের।

পার্শ্বশিক্ষকদের পাওনা বকেয়া দেওয়া নিয়ে হাই কোর্টের রায়কেই সমর্থন জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি কে এস জোসেফ ও হৃষিকেশ রায়ের আদেশে রাজ্য এবার ১৯৯৭ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসের বকেয়াগুলি পূরণ করবে। এর আগে, হাই কোর্ট পার্শ্বশিক্ষকদের বকেয়া ও তাঁদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত দেওয়ার জন্য ইএফ কমিশনারকে নির্দেশ দেয়।

কিন্তু রাজ্য সরকার এ ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি। তাই পার্শ্বশিক্ষকদের সংগঠন তখন হাইকোর্টের সাহায্য চান এবং রাজ্যের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার শুনানিতেই হাই কোর্ট রাজ্যকে নির্দেশ দেয় পার্শ্বশিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড ও তাঁদের পাওনা বকেয়া মিটিয়ে দিতে। কিন্তু হাই কোর্টের আদেশ অমান্য করে সুপ্রিম কোর্টের সাহায্য নিতে ছোটেন রাজ্যের সর্ব শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প আধিকারিকরা।

IMG 20210507 191014 1

কিন্তু সেখানেও সুপ্রিম কোর্ট হাই কোর্টের রায়কে সমর্থন জানিয়ে রায় দেয় পার্শ্বশিক্ষকদের পাওনা বকেয়া ও প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দিতে। আশা করা যায় এই রায়ে রাজ্যের প্রায় ৫৪ হাজার পার্শ্বশিক্ষকগণ আর্থিক দিক দিয়ে সাহায্য পাবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর