বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেটাররা যে খেলা চলাকালীন নিজেদের স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না তা আরও একবার প্রমাণিত হলো। বেশিরভাগ সময়ে দেখা যায় যে সেই দেশের ক্রিকেট সমর্থকরা তাদের বিরুদ্ধে ভুল আম্পায়ারিং বা দুর্নীতির অভিযোগ এনে থাকেন। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ অন্যরকম। একাধিক ক্ষেত্রে তাদের ক্রিকেটাররা নিজস্ব ভুলে জেতা ম্যাচ হাত থেকে ছুঁড়ে ফেলে আসেন। আজ তেমন বড় কোন ঘটনা না ঘটলেও একটি যে ঘটনা ঘটেছে তা পাকিস্তানি ক্রিকেটারদের ক্রিকেট সেন্স নিয়ে প্রশ্ন তুলে দেয়।
আজ পাক টপ অর্ডার আরও একবার ব্যর্থ হওয়ার পর ইফতিকার আহমেদের সঙ্গে জুটি বেঁধে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর প্রয়াস চালাচ্ছিলেন মহম্মদ নওয়াজ। ১৩ তম ওভারটিতে বল করছিলেন দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান স্পিনার তাব্রাইজ সামসি। ওই ওভারের শেষ বলে নামাজের বিরুদ্ধে এলবিডব্লিউ-এর জোরালো আবেদন করেন ওই বোলার। বল প্যাডে লাগার আগে ইনসাউড এজ থাকলেও আম্পায়ার আঙ্গুল তুলে দেন। কিন্তু সেদিকে না তাকিয়ে একটি রান চুরি করার চেষ্টা করছিলেন পাক অলরাউন্ডার। কিন্তু শট ফাইল লেক থেকে দুরন্ত থ্রোয়ে তাকে রান আউটও করে দেন কাগিসো রাবাডা।
এক্ষেত্রে ক্রিকেটের নিয়ম বলছেন একজন ব্যাটার একই বলে দুরকম ভাবে আউট হতে পারেন না। যদি নাওয়াজ ওই এলবিডব্লিউ অ্যাপিলের বিরুদ্ধে রিভিউ চাইতেন তাহলে তিনি নট আউট হতেন এবং যেহেতু আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন তাই বলটি ওখানেই ডেট হয়ে যেত এবং রান আউটটিও বাতিল হয়ে যেত। কিন্তু পরিস্থিতির চাপে সেটা উপলব্ধি করতে পারেননি নাওয়াজ।
Mohammad Nawaz would have been not out if he had reviewed the decision#T20WorldCup #PAKvSA pic.twitter.com/NF5n2hkKmN
— Cricket Pakistan (@cricketpakcompk) November 3, 2022
এরপরেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেটারদের ক্রিকেট অজ্ঞতা নিয়ে ব্যঙ্গ করা শুরু করেছেন বাকি দেশগুলির ক্রিকেটপ্রেমীরা। তবে নওয়াজ ওরকম ভাবে আউট হলেও পাকিস্তানকে ১৮৫ অবধি পৌঁছে দিয়েছেন ইফতিকার আহমেদ এবং শাদাব খান। প্রাথমিক বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে দুজনেই পাল্টা আক্রমণ করেছিলেন প্রটিয়া বোলারদের। ৩৫ বলে ৫১ রান করেন ইফতিকার। ২২ বলে ৫২ রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেন শাদাব।
ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার অবস্থাও খুব খারাপ হয়েছিল কারণ তারা শুরুর দিকেই তাদের তারকা ক্রিকেটার কুইন্টন ডি কক এবং ফর্মে থাকা ক্রিকেটার রিলি রসৌয়ের উইকেট হারিয়ে ফেলেছিলেন। দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকান অধিনায়ক তেম্বা বাভূমা আজ অবশেষে ফর্মে ফিরেছিলেন। কিন্তু তিনিও ১৯ বলে ৩৬ রান করার পর শাদাব খানের শিকার হন। বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল নয় ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৯। আজ আবার চোটের কারণে দলে নেই ডেভিড মিলার। বৃষ্টির পর আর ৫ ওভারের খেলায় তাদের তুলতে হবে