বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচে আজ পাকিস্তানের টপ অর্ডার আরও একবার হতাশ করেছিল। কিন্তু মিডল অর্ডারে ইফতিকার আহমেদ (৫১) এবং শাদাব খানের (৫২) পাল্টা আক্রমণে ভর করে দক্ষিণ আফ্রিকার সামনে রানের পাহাড় খাড়া করেছিল পাকিস্তান। এরপর দ্বিতীয় ইনিংসে বৃষ্টি থাবা বসিয়ে পাকিস্তানের কাজ আরো কিছুটা সহজ করে দিয়েছিল। শাহীন আফ্রিদিদের (৩/১৪) দুর্দান্ত বোলিংয়ে ভর করে রোটিয়াদের বিরুদ্ধে ৩৩ রানে জয় পেলেন বাবররা।
আজ দক্ষিণ আফ্রিকার মিডিল অর্ডারে চোটের কারণে ছিলেন না তারকা ক্রিকেটার ডেভিড মিলার। সেই তারকা ক্রিকেটারের অনুপস্থিতি পাকিস্তানকে আরো সুবিধা করে দেয়। এমনিতেই পরপর উইকেট হারিয়ে বেশ কিছুটা চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। তার ওপর বৃষ্টির কারণে দীর্ঘ বিরতির পর যখন ম্যাচ আরম্ভ হয় তখন বাকি পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৭৩। এমনিতেই দলের তারকা ব্যাটারদের তখন হারিয়ে ফেলেছিল প্রোটিয়া শিবির। ফলে যা হওয়ার ঠিক তেমনটাই হয়েছে।
আজকের ম্যাচে জয়ের পর পাকিস্তান ভারতকে রান রেটের দিক দিয়ে টপকে গিয়েছে। ভারত এইমুহূর্তে ৪ ম্যাচ খেলে তিনটি জিতে ও একটি হেরে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে। রোহিতদের নেট রান রেট +০.৭৩০। সমসংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। কিন্তু আজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে যে তারপর তাদের নেট রান রেট +১.১১৭।
অর্থাৎ পরিসংখ্যান বলছে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে যদি ভারত হারের মুখ দেখে এবং পাকিস্তান নিজেদের শেষ ম্যাচটিতে জয় পায় তাহলে উন্নত রান রেটের কারনে ভারতের বদলে পাকিস্তানই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাবে। অবশ্য দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের শেষ ম্যাচে হাড়ের মুখ দেখে সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান দুই দলই সেমিফাইনালে টিকিট পেয়ে যাবে।
এবার দেখে নেওয়া যাক সুপার টুয়েলভের শেষ ম্যাচে কোন দল কোন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে। ভারতের শেষ ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে যারা ইতিমধ্যে টুর্নামেন্টে পাকিস্তানকে হারিয়ে অঘটন ঘটানোর ক্ষমতা প্রদশন করেছে। ফলে ভারতকে খুবই সতর্ক থাকতে হবে। ভারত সেমিফাইনালে টিকিটের জন্য দক্ষিণ আফ্রিকার হারের আশা করে থাকতে পারবে না কারণ প্রোটিয়া শিবিরের শেষ ম্যাচ দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার দুজনেই যদি নিজেদের সুপার টুয়েলভ পর্যায়ের শেষ ম্যাচটিতে জয় পায় তাহলে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলেও কোনো লাভ হবে না পাকিস্তানের। সেমিফাইনালে টিকিট পেতে গেলে বাবর আজমদের নিজেদের জয়ের পাশাপাশি ভারত বা দক্ষিণ আফ্রিকার যে কোনও এক পক্ষের হারের প্রত্যাশা করে বসে থাকতে হবে।