বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তার আগে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ছেড়ে অসংখ্য কর্মী যোগদান করলেন কংগ্রেস (Congress) দলে। একইসঙ্গে দলীয় সভা থেকে গতকাল কেন্দ্র এবং রাজ্য, দুই সরকারের বিরুদ্ধেই চরম কটাক্ষ ছুড়ে দিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একদিকে বাংলায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি অন্যান্য একাধিক ইস্যু নিয়ে সরগরম রাজনীতি। সিবিআই এবং ইডির জালে জড়িয়ে হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়ের, মানিক ভট্টাচার্যের মতো একাধিক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীরা। আবার অপরদিকে, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি এবং অন্যান্য একাধিক প্রসঙ্গকে কেন্দ্র করে উত্তাল দেশের রাজনীতি।
একইসঙ্গে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন আসন্ন। এসকল ইস্যুকে কেন্দ্র করেই গতকাল বহরমপুরের টেক্সটাইল মোড়ে দলীয় সভা থেকে উভয় সরকারের উদ্দেশ্যে আক্রমণ শানান অধীর চৌধুরী।
গতকাল তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী এবং রানিনগর এক নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি আমিরুল ইসলাম কংগ্রেসে যোগ দেন। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে উঠে অধীরবাবু বলেন, “আগেরবার যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তখন মুর্শিদাবাদ জেলার মানুষকে ভোটদানে বাধা দেওয়া হয়েছিল। এবারও আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করবে তৃণমূলের পুলিশ। তবে আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে। অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।”
একইসঙ্গে তিনি বলেন, “আগামী পঞ্চায়েত নির্বাচনে ফের একবার মুর্শিদাবাদ জেলায় ক্ষমতায় ফিরবে কংগ্রেস। অত্যাচার এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদের দলকে কখনোই শেষ করা যাবে না।” পাশাপাশি অধীরের দাবি, দেশে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে ফের একবার ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস।
তিনি বলেন, “আগামী লোকসভা নির্বাচনে আমরা জয়লাভ করব। অনেকে ভাবছে, কংগ্রেস মরে গেছে। আজকের আমাদের সভায় কর্মীদের উপস্থিতিটা শুধু একবার দেখুন। বাংলায় বহু কর্মী রয়েছে, যারা তৃণমূল কংগ্রেসে গিয়ে ভেবেছিল, হয়তো কাজ পেতে পারে। কিন্তু তাদের মোহভঙ্গ হয়েছে। পরবর্তী সময়ে আরও অনেক কর্মীরাই তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসবেন।”