বাংলাহান্ট ডেস্ক : লটারি জিতে রাতারাতি ভাগ্য বদল হয়ে গেল অস্ট্রেলিয়ার ২০ জন সোনার খনির শ্রমিকের। এই গরিব খনি শ্রমিকেরা লটারি কেটে প্রত্যেকে কোটি কোটি টাকা হাতে পেয়েছেন। তাদের লটারি জেতার খবরে রীতিমতো আতঙ্কিত খনির মালিক। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, শ্রমিকরা যদি খনিতে কাজ করতে না আসে তাহলে তাদের খুঁজে বার করা হবে।
লটারিতে কোটি কোটি টাকা জেতা এই শ্রমিকেরা কাজ করেন পশ্চিম অস্ট্রেলিয়ার কালগোর্লি শহরের একটি সোনার খনিতে। গত বৃহস্পতিবার লটারি জিতে রাতারাতি ভাগ্য বদল হয়ে প্রত্যেকে ২৬ লক্ষ করে অস্ট্রেলীয় ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা করে পেয়েছেন। গত বৃহস্পতিবার এই শ্রমিকরা লোট্টো পাওয়ারবলের লটারিতে প্রথম ডিভিশনের জ্যাকপট জেতেন।
নিজেদের এহেন ভাগ্য পরিবর্তন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না প্ল্যান্ট অপারেটর পিটার। তার বক্তব্য, “এর আগে একসাথে এত লটারির টিকিট কাটিনি। ড্র হওয়ায় ম্যাক্সিমাম একবার খেলতে চেয়েছিল। আমরা প্রত্যেকে ১০০ ডলার করে লটারি টিকিট কেটেছিলাম। তা থেকে যে সত্যিই কোটি কোটি টাকা জিতব তা ভাবতেও পারিনি।”
খনিমালিক ক্রিস উড শ্রমিকদের লটারি পাওয়ার ঘটনা বিশ্বাসই করতে পারছেন না। তার কথায়, “আমি বিশ্বাস করি না ওরা লটারি পেয়েছে। ওরা খুবই পরিশ্রমী। ওদের আমি হারাতে চাই না। আমার মনে হচ্ছে ওরা হয়তো কাজ ছেড়ে দেবে।”
আতঙ্কিত খুনি মালিক আরও বলেন, “ওদের লটারি জয় আমি খুশি। কিন্তু ওরা কাজ ছেড়ে দিলে আমি ঠিক খুঁজে বের করব। এমনটাও হতে পারে আমি লটারি টিকিট চুরিও করতে পারি।” তবে এক খনি শ্রমিক জানিয়েছেন, “ক্রিসের ধারণা সঠিক নয়। টাকা পেলেও আমরা আগের মতই সাধারণ ভাবে জীবন যাপন করব।” আরও এক খনি শ্রমিকের বক্তব্য, “লটারি টাকা দিয়ে আমি একটা বাড়ি কিনব। জীবনের বাকি সময় লাক্সারি ভাবে কাটাতে চাই।”