বাংলাহান্ট ডেস্ক: প্রধানমন্ত্রীর সিংহাসন হারানোর পর এবার প্রাণঘাতী হামলা ইমরান খানের (Imran Khan) উপরে। গুজরানওয়ালায় মিছিল চলাকালীন গুলিবিদ্ধ হন তিনি। পায়ে গুলি লাগে তাঁর। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এদিকে তাঁর চিন্তায় কলকাতায় বসে মন ভারাক্রান্ত অভিনেত্রী মুনমুন সেন (Munmun Sen)।
প্রাক্তন পাক ক্রিকেটার তথা প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মুনমুনের যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তা জানেন অনেকেই। ইমরান যখন ক্রিকেট খেলতেন তখন একাধিক বার তাঁদের ‘সম্পর্ক’ চর্চায় উঠে এসেছিল। একাধিক ম্যাগাজিনে দুজনের এই ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা হয়েছে। রটেছে অনেকে গুঞ্জনও।
অবশ্য মুনমুন এবং ইমরান কেউই বিষয়টা স্বীকার করেননি। বরং নিজেদের বরাবরই ভাল ‘বন্ধু’ বলে এসেছেন তাঁরা। সেই বন্ধুর এমন পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন মুনমুন। দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি, এমনটাই প্রার্থনা করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, খেলার জন্যই গোটা বিশ্বে বিখ্যাত ইমরান খান। বিশ্ববিখ্যাত ক্রিকেটার ছিলেন তিনি।
মুনমুন দাবি করেছিলেন, কলকাতায় নাকি ইমরান খানের অনেক বন্ধুই আছে। এমনকি মুনমুনের পাশাপাশি তাঁর স্বামীও তাঁর ভাল বন্ধু। ২০১৬ সালে ভারত পাকিস্তানের ম্যাচ হয়েছিল কলকাতায়। তখনি ইমরান খানের সঙ্গে শেষবার দেখা হয়েছিল বলে জানান মুনমুন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার একটি হুড খোলা এসইউভি গাড়িতে করে মিছিল করছিলেন ইমরান খান। গাড়ি থেকেই ভাষণ দিচ্ছিলেন তিনি। তখনি তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। যদিও তারপরেই পেছন থেকে আততায়ীর হাত চেপে ধরেন এক যুবক। তিন চারটি গুলিতে ক্ষতবিক্ষত হয়ে যায় ইমরানের পা। আহত হত তেহরিক-ই-ইনসাফের কয়েকজন সদস্যও। লাহোরের এক হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে ইমরানের। এখন তিনি স্থিতিশীল রয়েছেন বলে খবর।