বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate), সূত্র মারফত এ খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। এক্ষেত্রে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) দীর্ঘ ৩ দিন ধরে জিজ্ঞাসাবাদের পর কোন সদুত্তর না মেলার কারণে তাদের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। এরপর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারী সংস্থার হাতে। শুধু তাই নয়, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী ও আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি পাওয়ার পাশাপাশি তৃণমূল নেতার মেয়ের নামেও কোটি কোটি টাকার সম্পত্তি এবং বিপুল পরিমাণ জমির হদিস পায় সিবিআই।
বর্তমানে আদালতের নির্দেশ জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। আবার অপরদিকে সুকন্যা মণ্ডলকে বারংবার জিজ্ঞাসাবাদ করে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক্ষেত্রে বাংলার পাশাপাশি বর্তমানে দিল্লিতে পরবর্তী তিন দিন দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা।
ইডি সূত্রের খবর, জেরা চলাকালীন অধিকাংশ প্রশ্নের উত্তরই এড়িয়ে গিয়েছেন অনুব্রত কন্যা। শুধু তাই নয়, কয়েকটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি জানি না। বাবা বলতে পারবেন” আর সেই কারণেই সুকন্যার বাবা তথা অনুব্রত মণ্ডলকে এবার নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ইডি, আপাতত সূত্র মারফত এ খবর সামনে আসছে।
উল্লেখ্য, গত বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যা মণ্ডলকে। প্রায় সকল প্রশ্নের উত্তরেই তিনি অনুব্রত মণ্ডলের কোর্টেই বল ঠেলে দেন আর সেই কারণে এবার জেল হেফাজত থেকে অনুব্রতকে নিজেদের হেফাজতে নেওয়ার ইচ্ছা প্রকাশ করল ইডি।
এক্ষেত্রে গরু পাচার মামলায় সুকন্যার পাশাপাশি অন্যান্য একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চলেছে তদন্তকারীয় অফিসাররা। তদন্তে কোনোরকম ত্রুটি রাখতে নারাজ তারা। সম্প্রতি অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্য এবং মণীশ কোঠারিকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। এখন দেখার, এই মামলায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি হয়।