বাংলাহান্ট ডেস্ক: জটিল অস্ত্রোপচার হল প্রাক্তন অভিনেত্রী ভাগ্যশ্রীর (Bhagyashree) স্বামী হিমালয় দাসানির (Himalay Dasani)। গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অস্ত্রোপচারের দীর্ঘ সময়টায় হাসপাতালেই কাটিয়েছেন ভাগ্যশ্রী। সফল অস্ত্রোপচার শেষে স্বামীকে সুস্থ দেখে তবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভাগ্যশ্রী।
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, ডান কাঁধে বড়সড় অস্ত্রোপচার হয়েছে হিমালয়ের। একাধিক ফ্র্যাকচার ঠিক করাতে হয়েছে, পেশি জুড়তে হয়েছে। সব মিলিয়ে জটিল অস্ত্রোপচারটা করতে প্রায় ৫ ঘন্টা সময় লেগেছে। অস্ত্রোপচারের আগের এবং পরের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন ভাগ্যশ্রী। সেই সঙ্গে স্বামীর সঙ্গে দুটি ছবিও শেয়ার করেছেন তিনি।
হাসপাতাল এবং চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করে ভাগ্যশ্রী জানিয়েছেন, তাঁদের বলা হয়েছিল একদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন হিমালয়। সেটা যে সত্যি হবে তা ভাবতে পারেননি তাঁরা। ভাগ্যশ্রীর বার্তা, সঠিক সময়ে সঠিক লোকের হাতে সঠিক চিকিৎসা হলে এত বড় অস্ত্রোপচারেও সুস্থ হতে বেশি সময় লাগে না। স্বামীর কঠিন সময়ে যেভাবে শক্ত ঢাল হয়ে তিনি পাশে দাঁড়িয়েছেন তার জন্য ভাগ্যশ্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন ভাগ্যশ্রী। তার পরের বছর ১৯৯০ সালেই আচমকা বলা নেই কওয়া নেই, বিয়ের পিঁড়িতে বসে পড়েন তিনি। হিমালয় দাসানিকে ভালবেসে তাঁকেই বিয়ে করেন ভাগ্যশ্রী। কিন্তু বিষয়টা একেবারেই মেনে নিতে পারেননি তাঁদের পরিবার।
https://www.instagram.com/p/CkfVEN9oyj8/?igshid=YmMyMTA2M2Y=
এমনকি মেয়ের বিয়েতে একবারের জন্য মুখও দেখাননি ভাগ্যশ্রীর বাবা মা। প্রাক্তন অভিনেত্রী বলেছিলেন, “আমার বিয়েতে আমার পরিবারের কেউ ছিল না। আমার স্বামীর পরিবারের কেউও আসেননি। আমি যখন আমার মা বাবাকে বলেছিলাম যে আমি ওকে (হিমালয়কে) বিয়ে করতে চাই, ওঁরা মানেননি।” কিন্তু তা সত্ত্বেও একে অপরের হাত কখনো ছাড়েননি ভাগ্যশ্রী হিমালয়। এখনো সুখেই ঘর সংসার করছেন তাঁরা।